ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- ৯ গোলের বন্যা দেখলো বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১১ ১৭:০৪:৩৬
সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- ৯ গোলের বন্যা দেখলো বিশ্ব

নিজস্ব প্রতিবেদক: লঙ্কান গোলপোস্ট যেন ঝড়ের মুখে পড়ে ভেঙে পড়েছিল—সেই ঝড়ের নাম বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দল। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন মোসাম্মাৎ সাগরিকা, যার হ্যাটট্রিকে, মুনকি আক্তারের জোড়া গোলে এবং বাকি কন্যাদের সম্মিলিত আগ্রাসনে বাংলাদেশ ৯–১ গোলের ঐতিহাসিক জয়ে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।

দেখতে দেখতে নয় নয় করে নয়টি গোল, যেন গানের সুরে বাঁধা কোনও ফুটবল রূপকথা। ঢাকা শহরের হৃদয়ে, কিংস অ্যারেনার সবুজ গালিচায় সেদিন লাল–সবুজের মেয়েরা লিখেছেন এক নতুন গর্বগাথা। খেলার সূচনা হতেই শুরু হয় সেই কাব্যিক আগ্রাসন।

প্রথম মিনিটেই স্বপ্না রানীর জাদুকরী ফ্রি–কিকে বাংলাদেশের উল্লাসে জ্বলে ওঠে গ্যালারি। তিন মিনিট যেতে না যেতেই মুনকি আক্তার দেখালেন কীভাবে একা একাই প্রতিপক্ষ রক্ষণভাগকে পরাস্ত করে গোল নামের সুর ছড়ানো যায়। প্রথমার্ধজুড়ে ছিল অফসাইডে আটকে যাওয়া দুটি সম্ভাব্য গোল, পোস্টে লেগে বেরিয়ে যাওয়া বল—তবু হার মানেনি মেয়েরা।

৩৭ মিনিটে ডান প্রান্ত থেকে সিনহা জাহান শিখা যে বল বাড়ালেন, তাতে সাগরিকার আলতো ছোঁয়ায় যেন পুরো দেশের হৃদয়েই গোল হলো।

দ্বিতীয়ার্ধে গতি হলো আরও বিধ্বংসী। ৪৮ মিনিটে সাগরিকার পাসে মুনকি পূর্ণ করেন নিজের জোড়া গোল। পরের মিনিটেই শান্তির ছোঁয়ায় শিখা আবারও বল পাঠান জালে। এরপর শুরু হয় সাগরিকার সম্পূর্ণ রাজত্ব। ৫২ ও ৫৮ মিনিটে আরও দুটি গোল করে পূর্ণ করেন তাঁর বীরোচিত হ্যাটট্রিক। শেষ দিকে গোলপোস্টের কড়ায় গুনে রুপা আক্তার এবং শান্তি মার্ডি নিয়ে যান স্কোরলাইন ৯–০–তে। অতিরিক্ত সময়ে একটি সান্ত্বনার গোল করে সম্মান রক্ষা করেন লঙ্কান ফুটবলার লাইয়ানশিকা।

চার দলের লড়াই, ছয় ম্যাচের যুদ্ধএইবার সাফ অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে অংশ নিচ্ছে চার দেশ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। প্রত্যেকে একে অপরের সঙ্গে খেলবে দুইবার করে, অর্থাৎ ছয়টি ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশের গর্বের ইতিহাসবয়সভিত্তিক সাফ ফুটবলে বাংলাদেশের মেয়েরা যে কতটা ধারাবাহিক, তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বশেষ ২০২৪ সালে তারা হয়েছিল ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন। এই নিয়ে পাঁচটি আসরের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন তারা—বাংলাদেশ যেন সাফের মুকুটজয়ী রাজকন্যা।

সামনের ম্যাচগুলোর সূচি:১৩ জুলাই: বাংলাদেশ বনাম নেপাল

১৫ জুলাই: বাংলাদেশ বনাম ভুটান

১৭ জুলাই: বাংলাদেশ বনাম ভুটান (দ্বিতীয় লেগ)

১৯ জুলাই: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দ্বিতীয় লেগ)

২১ জুলাই: বাংলাদেশ বনাম নেপাল (শেষ ম্যাচ)

এই জয় শুধু গোলের সংখ্যা নয়—এটা আত্মবিশ্বাসের নাম, এটা দেশের নারী শক্তির প্রতিচ্ছবি, এটা বাংলার মেয়েদের সীমাহীন সম্ভাবনার জ্বলন্ত প্রমাণ। ফুটবল শুধু খেলা নয়, কখনো কখনো তা হয়ে ওঠে এক জাতির স্বপ্নের ভাষা। এবং আজ, সেই স্বপ্নের সবচেয়ে সুন্দর উচ্চারণ হলো—“বাংলাদেশ ৯, শ্রীলঙ্কা ১।”

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ