আইপিএল ২০২৫: কেএল রাহুলের সেঞ্চুরিতে দিল্লি ক্যাপিটালস ১৯৯ রান

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৫-এর ৬০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির ওপেনার কেএল রাহুলের ঝড়ো সেঞ্চুরিতে তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে। ম্যাচটি অনুষ্ঠিত হয় দিল্লির নিজস্ব মাঠে, যেখানে টস জিতে গুজরাট টাইটানস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
রাহুলের ঝলকেই রান পাহাড়
দিল্লির ইনিংসের কেন্দ্রবিন্দু ছিলেন কেএল রাহুল। শুরু থেকেই ধৈর্য ও আগ্রাসনের মিশেলে ব্যাট চালিয়ে তিনি অপরাজিত ১১২ রান করেন মাত্র ৬৫ বলে। এই ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা, স্ট্রাইক রেট ১৭২.৩০।
প্রথমে তার ওপেনিং সঙ্গী ছিলেন ফাফ ডু প্লেসিস, যিনি হতাশাজনকভাবে ৫ রান করে আউট হন (৩.২ ওভারে, দলীয় রান ১৬)। এরপর তরুণ অভিষেক পোরেল রাহুলকে কিছুটা সঙ্গ দেন, ১৯ বলে ৩০ রান করে আউট হন। পোরেলের ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ছক্কা।
তৃতীয় উইকেটে অধিনায়ক অক্ষর প্যাটেল ২৫ রান করে আউট হন। এরপর শেষ দিকে দ্রুত রান তুলতে ব্যর্থ হননি ট্রিস্টান স্টাবস, তিনি ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
গুজরাটের বোলারদের ভোগান্তি
গুজরাট টাইটানসের বোলাররা দিল্লির ব্যাটসম্যানদের সামনে অনেকটাই অসহায় ছিলেন। একমাত্র সফল বোলার হিসেবে আরশাদ খান (২ ওভারে ৭ রান, ১ উইকেট), সাই কিশোর (৪ ওভারে ৪৭ রান, ১ উইকেট), ও প্রসিধ কৃষ্ণা (৪ ওভারে ৪০ রান, ১ উইকেট) উইকেট পান। অন্যদিকে, মোহাম্মদ সিরাজ, রশিদ খান ও কাগিসো রাবাদা উইকেটশূন্য ছিলেন এবং রানরেটও নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন।
বিশেষভাবে হতাশ করেন রাবাদা, যিনি মাত্র ২ ওভার বল করে ৩৪ রান দেন। সাই কিশোরের ৪ ওভারে খরচ হয় ৪৭ রান, যার মধ্যে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।
ম্যাচের বর্তমান চিত্র
ইনিংস শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ১৯৯/৩। গড় রানরেট ছিল ৯.৯৫। শেষ ৫ ওভারে আসে ৬৩ রান, মাত্র ১ উইকেটের বিনিময়ে। ম্যাচের এই মুহূর্তে জয়ের পূর্বাভাস অনুযায়ী দিল্লি ক্যাপিটালসের জয়ের সম্ভাবনা ৫৮.৫২%, যেখানে গুজরাট টাইটানস পিছিয়ে রয়েছে ৪১.৪৮% সম্ভাবনায়।
এখন গুজরাট টাইটানসের সামনে রয়েছে কঠিন লক্ষ্য—২০০ রানের। শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকলেও, দিল্লির বোলিং ইউনিটের সামর্থ্য ও ম্যাচের অবস্থা দেখে বলা যায়, উত্তেজনাপূর্ণ এক দ্বিতীয় ইনিংস অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, ভরিতে কমলো ৭,৩২৫ টাকা
- ইরান-যুক্তরাষ্ট্র শান্তির আলোয় তেলের দর ৪% কমেছে
- বিএনপির ৪ নেতার পদত্যাগ: সামনে এলো আসল কারণ
- আজ বাংলাদেশের বাজারে১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা দাম
- ১০ বলে ২৭ রান! রাকিবুলের ছক্কা বৃষ্টি আর জয়ের উল্লাস
- শেয়ারবাজার নিয়ে খেলা বন্ধে কঠোর শাস্তির দাবি
- ফুটবলে বাংলাদেশের নতুন ইতিহাস: ২৮-০ গোলের বড় জয় দেখল বিশ্ব
- শেয়ারবাজারের ঝুঁকি নিয়ে গভর্নর সতর্ক, জানিয়ে দিলেন বিনিয়োগকারীদের
- আসন্ন বাজেটে শেয়ারবাজারে আস্থা ফেরাতে সরকারের ৭ পদক্ষেপ
- স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে কমছে, কারণ জানেন কি?
- শেয়ারবাজারে আস্থা ফিরাতে পাঁচ সদস্যের দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চাই
- শেয়ারবাজারে নাটকীয় দিন: একই শ্রেণির শেয়ার দুই চরমে
- আজকের সৌদি রিয়াল রেট (১৪ মে ২০২৫)
- শেষ ওভারে বদলে গেল ম্যাচের দৃশ্যপট, ব্যর্থ আকবরদের প্রচেষ্টা
- বিএসইসির সভায় পুঁজিবাজার উন্নয়নে ৯ দফা প্রস্তাব উত্থাপন