ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে সেই সন্ধ্যায়

২০২৫ মে ২৭ ১২:৫৫:২৮
পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে সেই সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক: আকাশে উঠবে নতুন চাঁদ, আর তার পরেই নির্ধারিত হবে কোরবানির ঈদ—পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট দিন জানতে অপেক্ষা এখন ২৮ মে’র সন্ধ্যার। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। আরবি ১৪৪৬ হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেলেই ঘোষণা করা হবে ঈদের দিন।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা এরই মধ্যে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

চাঁদ দেখা মানেই প্রস্তুতির বাজনা

জিলহজের চাঁদ দেখা মানেই কোরবানির প্রস্তুতি চূড়ান্ত করার সময়। কখন হবে ঈদ, কবে কোরবানির দিন—তা নির্ভর করছে এই বৈঠকের সিদ্ধান্তের ওপর। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়, তবে সিদ্ধান্ত হবে দেশের আকাশে চাঁদ দেখার ভিত্তিতে।

ঈদ মানেই ছুটি—আর এবার তা টানা ১০ দিন!

চাঁদের পাশাপাশি যে খবর কর্মজীবীদের মুখে হাসি ফোটাবে, তা হলো এবারের ঈদুল আজহায় সরকার টানা ১০ দিনের ছুটি দিয়েছে। ৫ থেকে ১০ জুন পর্যন্ত মূল ছুটির সঙ্গে যোগ হয়েছে ১১ ও ১২ জুন। তবে শর্ত রয়েছে—ছুটির দুই দিন অফিস করতে হবে আগাম ১৭ ও ২৪ মে শনিবারে।

যেহেতু ঈদের আগে-পরে রয়েছে সাপ্তাহিক ছুটিও, তাই ঈদের আনন্দে এবার প্রায় দেড় সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন অনেকে। পরিবার, বন্ধু আর আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে!

ফিতরের মতো আজহার ছুটিও দীর্ঘ

প্রসঙ্গত, চলতি বছরের ঈদুল ফিতরেও সরকার টানা ৯ দিনের ছুটি দিয়েছিল। তখন ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল অফিস-আদালত। এবারও সেই ধারাবাহিকতায় বড় ছুটির মধ্যেই ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছে দেশবাসী।

ঈদের দিন জানা যাবে ২৮ মে’র সন্ধ্যায়

২৮ মে চাঁদ দেখা গেলে ১০ জিলহজ হিসেবে আগামী ৭ জুন (শুক্রবার) ঈদুল আজহা পালিত হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে চাঁদ দেখা কমিটির বৈঠক থেকেই। ফলে ওই সন্ধ্যাই পরিষ্কার হবে—কবে ঢাকবে আকাশে ত্যাগের মহোৎসব, কবে বাজবে কোরবানির তাম্বুরা।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ