প্রাইজমানির বিশ্ব রেকর্ড গড়ল পিএসজি-ইন্টার মিলান
নিজস্ব প্রতিবেদক: ২০২৪–২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যেন এক নতুন যুগের শুরু। দলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬, বদলেছে প্রতিযোগিতার কাঠামো, আর বেড়েছে পুরস্কারের অঙ্কও। সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম—প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা তো নিশ্চিত করেছে, সেই সঙ্গে গড়েছে টাকার অঙ্কেও নজিরবিহীন ইতিহাস।
গত মৌসুম পর্যন্ত যেখানে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে অংশ নিত ৩২টি ক্লাব, এবার সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৬। এতে করে প্রাইজমানিও এক লাফে বেড়ে দাঁড়ায় ২.৭১ বিলিয়ন ডলারে—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৯৬ কোটি টাকা। আগের মৌসুমের তুলনায় বাড়তি ৭ হাজার কোটি টাকারও বেশি।
এই বিশাল অঙ্কের প্রতিযোগিতায় সব থেকে বড় লাভের মুখ দেখেছে পিএসজি। চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে দলটি পেয়েছে ২৭.৮ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় ৩৩৯ কোটি ৫১ লাখ। শুধু তাই নয়, গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যন্ত প্রতিটি ধাপে পারফরম্যান্সের ভিত্তিতে প্রাপ্ত আয় মিলিয়ে পিএসজির ঘরে ঢুকেছে ১০৩.৫ মিলিয়ন ইউরো।
অন্যদিকে, ফাইনালে হারলেও রাজস্ব আয়ে পেছিয়ে নেই ইন্টার মিলান। তাদের আয় আরও বেশি—১১১ মিলিয়ন ডলার। অর্থাৎ ২০২৪–২৫ মৌসুমে ইউসিএলের দুই ফাইনালিস্টই ১০০ মিলিয়নের ক্লাবে নাম লিখিয়ে ইতিহাস গড়েছে।
বিশ্ব ফুটবলের অর্থনীতিতে এই মৌসুমের ইউসিএল এক নতুন দৃষ্টান্ত। আগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ যেখানে আয় করেছিল ২৬২ কোটি টাকার মতো, সেখানে এবার পিএসজি তা ছাড়িয়ে গেছে প্রায় ৭৭ কোটি টাকা বেশি আয় করে।
এছাড়াও, এই শিরোপা পিএসজিকে এনে দিয়েছে আরও তিনটি বড় মঞ্চে খেলার টিকিট—২০২৫ সালের উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ২০২৯ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রতিটি টুর্নামেন্টেই রয়েছে বিপুল আর্থিক সম্ভাবনা।
সবশেষে বলা যায়, শুধু ইউরোপের ফুটবলেই নয়—বিশ্ব ফুটবলের মঞ্চেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পিএসজি। তারা দেখিয়ে দিয়েছে, আধুনিক ফুটবলে জয় মানে শুধু ট্রফি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে রাজস্বের বিশাল হিসাবও। আর এই হিসাবেই এখন শীর্ষে সেই ক্লাব, যারা এক সময় ইউরোপের ট্রফির স্বাদই পায়নি।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন যুগের সূচনা: বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ
- স্বর্ণের দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত জেনে নিন
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া লাইভ: সরাসরি দেখুন (Live)
- শেয়ার বাজারে কারসাজি: ২২ বিনিয়োগকারীকে ৪০০ কোটি টাকার দণ্ডাদেশ হাইকোর্টে বহাল
- আজকের সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত জেনে নিন
- শেয়ার বাজারে কারসাজি: ১৩ পক্ষকে প্রায় ১৩ কোটি টাকা জরিমানা বিএসইসির
- আজ আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া ম্যাচ: খেলাটি সরাসরি (Live) দেখার সহজ উপায়
- "তোর পি ‘রি’য়ড শেষ হলে চলে আসিস!" – বাংলাদেশের নারী ক্রিকেটারকে যৌ‘ন নির্যা‘তন
- আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া লাইভ: সরাসরি দেখুন (Live)
- আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- নতুন পে স্কেল: চিকিৎসা ভাতা বেড়ে যত টাকা হতে পারে
- ওয়াটা কেমিক্যালসের শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের লভ্যাংশ ও ইপিএসে চমক
- ন্যাশনাল টিউবসের নগদ লভ্যাংশ ঘোষণা