লাহোরে বাংলাদেশের রানের পাহাড়, পাকিস্তানের সামনে কঠিন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং উপহার দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৯৬ রান। ফলে পাকিস্তানকে জয়ের জন্য করতে হবে ১৯৭ রান। ম্যাচের মাঝপথে জয়ের সম্ভাবনায় কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ইমনের দুর্দান্ত ইনিংস, শুরুতেই বাংলাদেশের রেকর্ড জুটি
বাংলাদেশের ইনিংস শুরু করেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। দুই ওপেনার মিলে প্রথম উইকেটে গড়েন ১১০ রানের জুটি, যা দলের জন্য বড় শক্তি হয়ে দাঁড়ায়। ইমন ছিলেন দুর্দান্ত ছন্দে—৩৪ বলে করেন ৬৬ রান, যাতে ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার। অন্যপ্রান্তে তানজিদ ৩টি চার ও ৩টি ছক্কায় ৪২ রান করে আউট হন ৩২ বলে।
মাঝের ওভারে হাল ধরেন লিটন-হৃদয়
দলের অধিনায়ক লিটন দাস ১৮ বলে করেন ২২ রান এবং হৃদয় যোগ করেন ২৫ রান ১৮ বলে। শেষ দিকে জাকের আলি ১৫ ও তানজিম হাসান সাকিব ৮ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। তবে শেষ পাঁচ ওভারে বাংলাদেশের রান আসে ৪৬, উইকেট পড়ে ৪টি।
পাকিস্তানি বোলারদের মধ্যে নজর কাড়লেন আফ্রিদি ও হাসান
পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন আব্বাস আফ্রিদি, যিনি ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। হাসান আলিও ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন। শাদাব খান ও ফাহিম আশরাফ পান ১টি করে উইকেট। বাকিরা ছিলেন ব্যয়বহুল।
স্কোরবোর্ড: বাংলাদেশ - ১৯৬/৬ (২০ ওভার)
শীর্ষ রান সংগ্রাহক:
পারভেজ হোসেন ইমন – ৬৬ (৩৪ বল)
তানজিদ হাসান – ৪২ (৩২ বল)
হৃদয় – ২৫ (১৮ বল)
লিটন দাস – ২২ (১৮ বল)
প্রধান উইকেটশিকারি (পাকিস্তান):
আব্বাস আফ্রিদি – ৪-০-২৬-২
হাসান আলি – ৪-০-৩৮-২
শাদাব খান – ৩-০-২৬-১
ফাহিম আশরাফ – ৪-০-৪১-১
জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য: ১৯৭ রান(পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটাই সর্বোচ্চ স্কোর)
ম্যাচের মধ্যভাগে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৫৯.৮৮ শতাংশ, পাকিস্তানের ৪০.১২ শতাংশ। লাহোরের মাঠে এই লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানকে খেলতে হবে সাবধানী কিন্তু আক্রমণাত্মক ক্রিকেট।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর, বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- একটিমাত্র চুক্তিতেই যেভাবে ভাগ্য ফিরল মিরাকলের
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য কি সিদ্ধান্ত!
- রাতে ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বিদেশি বিনিয়োগের ঝলকানি: ৬ কোম্পানিতে বাড়ছে বহুজাতিকদের আস্থা
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া: এশিয়া কাপের মাঝেই কিংবদন্তির বিদায়
- ভারত ম্যাচের আগে তারকা ক্রিকেটারকে হারালো বাংলাদেশ
- শেয়ারবাজারে প্রতারণা: গোপন কারসাজিতে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা!
- 'বি' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে অবনমন এক কোম্পানির শেয়ার
- আয় বৃদ্ধি সত্ত্বেও ডিভিডেন্ড অপরিবর্তিত:বিনিয়োগকারীরা হতাশ
- আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: টাইগারদের একাদশে দুই পরিবর্তন
- কাল দুটি কোম্পানির গুরুত্বপূর্ণ এজিএম, আসতে পারে ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত
- এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল: এক নজরে জানুন বাংলাদেশের অবস্থান
- এনবিআর-বিএসইসি'র ভুল সিদ্ধান্তে শেয়ারবাজারে বিপর্যয়