ঢাকা, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

“সাকিবই বাংলাদেশের একমাত্র বিশ্বমানের ক্রিকেটার”—আসিফ মাহমুদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুন ০৩ ১৮:২০:১৬
“সাকিবই বাংলাদেশের একমাত্র বিশ্বমানের ক্রিকেটার”—আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনা চললেও তার মাঠের পারফরম্যান্স নিয়ে সন্দেহ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

মঙ্গলবার (৩ জুন) এক অনানুষ্ঠানিক আলোচনায় আসিফ মাহমুদ বলেন, “বুলবুল ভাই সঠিক বলেছেন, আমি তো নির্বাচক নই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাকিব আল হাসান আসলেই বাংলাদেশের সেরা ক্রিকেটার। তার খেলা নিয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা নয়। যে পারফরম্যান্স সে দীর্ঘদিন ধরে করে আসছে, সেটা নিঃসন্দেহে দেশের গর্ব।”

তবে মাঠের বাইরের কিছু বিতর্কিত ইস্যু নিয়েও কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, “সাকিবকে ঘিরে কিছু মামলা, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এসেছে—এসব বিষয় তাকেই ডিল করতে হবে। খেলোয়াড় হিসেবে সে যত বড়ই হোক, এসব ব্যক্তিগত ও আইনি বিষয়গুলোতে সঠিক সিদ্ধান্ত নেওয়া তারই দায়িত্ব। আমাদের দায়িত্ব শুধু মাঠের খেলায় ফোকাস রাখা।”

উল্লেখ্য, সাকিব আল হাসান বর্তমানে ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকলেও তার ফর্ম ও ফিটনেস নিয়ে নির্বাচক প্যানেল ও বোর্ডের অভ্যন্তরে আলোচনা চলছে। এ অবস্থায় ক্রীড়া উপদেষ্টার এমন মন্তব্য আবারও সামনে আনল সাকিবের মাঠের প্রাসঙ্গিকতাকে।

বোর্ডের ঘনিষ্ঠ সূত্র বলছে, আসন্ন কোনো সিরিজে বা বিশ্বকাপ প্রস্তুতিতে সাকিবের ভূমিকা থাকছে কি না, তা নির্ভর করছে তার শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর। তবে মাঠে ফিরলে সাকিব যে এখনো দেশের সেরা সম্পদ, তা মনে করেন অনেকেই।

“সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশে একটিই আছে”—এমন মন্তব্যই হয়তো দেশের ক্রিকেটপ্রেমীদের সান্ত্বনা দেয়, সময় যত কঠিনই হোক না কেন।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি—জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড সিরামিকস—চলতি সপ্তাহে বোর্ড সভার মাধ্যমে ২০২৪ হিসাব বছরের ডিভিডেন্ড... বিস্তারিত