টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা উঠবে যার হাতে
নিজস্ব প্রতিবেদক: লর্ডস—ক্রিকেটের রাজমুকুট যেখানেই গাঁথা হয়, সেই ঐতিহাসিক মঞ্চে আবারও বসছে শ্রেষ্ঠত্বের লড়াই। দুই যোদ্ধা—অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন, অন্যদিকে ট্রফি-খরায় পুড়তে পুড়তে তেতে ওঠা এক দল। সব কিছুই প্রস্তুত। শুধু প্রশ্ন একটাই—আকাশ কি সব হিসাব উল্টে দেবে?
বাংলাদেশ সময় বুধবার থেকে মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পাঁচ দিনব্যাপী এই ম্যাচের পর নির্ধারিত হবে, কার হাতে উঠবে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের প্রতীক। দুই দলই ইতোমধ্যে ঘোষণা করেছে চূড়ান্ত একাদশ। ব্যাট-প্যাডে টানটান উত্তেজনা, মনস্তাত্ত্বিক প্রস্তুতিও চূড়ান্ত। কিন্তু সব পরিকল্পনা ও লড়াইকে থামিয়ে দিতে পারে একটাই শক্তি—প্রকৃতি।
লন্ডনের বৃষ্টি বরাবরই রহস্যময়। এবারের ফাইনালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন—অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির প্রবল সম্ভাবনা। এই দুদিনে ভেসে যেতে পারে গুরুত্বপূর্ণ সময় ও ওভার। যদিও প্রথম, চতুর্থ ও পঞ্চম দিনে কিছুটা রোদেলা আশার রেখা রয়েছে। তবে মাঝের দুদিনের মেঘই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
এই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই আইসিসি রেখেছে বাড়তি ‘রিজার্ভ ডে’। পঞ্চম দিনে খেলা শেষ না হলে ১৬ জুন ম্যাচ গড়াবে ষষ্ঠ দিনে। তবুও যদি ফলাফল না আসে, তাহলে ম্যাচ গড়াবে অনিশ্চয়তার দিকে—যৌথ চ্যাম্পিয়ন।
হ্যাঁ, নিয়ম বলছে, ফল না এলে উভয় দলই হবে বিজয়ী। এক ম্যাচ, দুই চ্যাম্পিয়ন! ২০২১ সালের প্রথম আসরে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও ষষ্ঠ দিনের দরজা খোলা ছিল, যদিও সেই ম্যাচে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড বিজয়ী হয়েছিল। ২০২৩ সালে অবশ্য কোনো বাধা ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
এবারের চ্যালেঞ্জ ভিন্ন। দক্ষিণ আফ্রিকা টেস্ট ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে এসেছে, যেন বহুদিনের পিপাসার শেষ বৃষ্টিধারায় না ভেসে যায়। আর অস্ট্রেলিয়া চায় তাদের রাজত্ব ধরে রাখতে।
তবু প্রশ্ন থেকেই যায়—শ্রেষ্ঠত্ব কি ঠিক হবে ব্যাটে-বলে, নাকি মেঘ-বারিতে? মাঠে যুদ্ধের প্রস্তুতি চললেও চোখ থাকবে আকাশের দিকেই। কারণ, ভাগ্য যদি বৃষ্টির হাতে ছেড়ে দিতে হয়, তবে ট্রফি গলায় ঝোলানোর আনন্দটা কিছুটা হলেও পানসে লাগবে—দুই দলের জন্যই।
ক্রিকেটের রোমাঞ্চকর এই ফাইনালে তাই শুধু মাঠ নয়, খেলা জমবে আকাশেও। এখন দেখার, ক্রিকেটের রাজসিংহাসনে কে বসে—অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নাকি…বৃষ্টি?
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আবারও এক লাফে কমলো সোনার দাম
- ব্যাপক হারে কমলো সোনার দাম, স্বর্ণের বাজার চাঙ্গা
- রেকর্ড নগদ লভ্যাংশ ঘোষণা করলো ওয়ালটন
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: ডিএলএস পদ্ধতিতে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- নিয়ম ভঙ্গের অভিযোগে দুই ব্রোকারেজ হাউসের ট্রেডিং লাইসেন্স বাতিল করল ডিএসই
- ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম আজকের বাজার ২০২৫
- ১৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত করে
- মুনাফায় রেকর্ড: লভ্যাংশ ঘোষণা করলো বাটা শু
- আজ আবারো কমলো সোনার দাম, ভরিতে ১০,৪৭৪ টাকা কমালো বাজুস
- ইজেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- নবম পে স্কেল: কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধি!
- 'জেড' ক্যাটাগরিরতে স্থানান্তার দুই কোম্পানির শেয়ার
- নগদ লভ্যাংশ ঘোষণা করলো এসিআই ফর্মুলেশনস