ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

টিভিতে আজকের খেলা: ফ্লুমিনেন্স বনাম চেলসি ও বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৮ ০৭:৪৪:৩৩
টিভিতে আজকের খেলা: ফ্লুমিনেন্স বনাম চেলসি ও বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক: খেলা প্রেমীদের জন্য আজকের দিনটি হতে যাচ্ছে রোমাঞ্চে ভরা। একদিকে রয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে, যেখানে টাইগাররা চাইবে সিরিজ নিজেদের করে নিতে। অন্যদিকে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে কোর্টে নামছেন বিশ্বের সেরা টেনিস তারকারা। রাত পেরোতেই মাঠে নামবে ক্লাব ফুটবলের দুই শক্তিশালী দল—চেলসি ও ফ্লুমিনেন্স। সব মিলিয়ে আজকের দিনটি জমজমাট।

নিচে দেখে নিন আজকের খেলার সময়সূচি ও সম্প্রচার মাধ্যম:

খেলার ধরনম্যাচসময়সম্প্রচার মাধ্যম
ক্রিকেট (ওডিআই) বাংলাদেশ vs শ্রীলঙ্কা (৩য় ওয়ানডে) বিকেল ৩টা টি স্পোর্টস
টেনিস উইম্বলডন (কোয়ার্টার ফাইনাল) সন্ধ্যা ৬টা স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
ফুটবল (ক্লাব বিশ্বকাপ) ফ্লুমিনেন্স vs চেলসি (সেমিফাইনাল) রাত ১টা ডিএজেডএন ওয়েবসাইট (DAZN website)

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের এটি শেষ ম্যাচ। আগের দুটি ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছে, ফলে আজকের ম্যাচই সিরিজ নির্ধারণ করবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে আবারো চোখ থাকবে সাকিব, মুশফিক কিংবা লিটনের ওপর।

অন্যদিকে উইম্বলডনের ঘাসের কোর্টে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছেন বিশ্বের সেরা পুরুষ ও নারী টেনিস খেলোয়াড়রা। সেমিফাইনালের টিকিট পেতে আজ হাড্ডাহাড্ডি লড়াই হবে নিশ্চিত।

রাত পেরিয়ে ফুটবলপ্রেমীরা দেখতে পারবেন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল। ব্রাজিলের ফ্লুমিনেন্স মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসির। ম্যাচটি সরাসরি দেখা যাবে DAZN ওয়েবসাইটে।

খেলাধুলার এমন ব্যস্ত দিনে আপনার পছন্দের খেলা যেন মিস না হয়, তাই এখনই সময়সূচি মিলিয়ে প্রস্তুত হয়ে যান!

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ