ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ৩০ ১৬:৫১:৩৬
সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে তাকে দেশের শেয়ারবাজারে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সালমান এফ রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকোর শীর্ষ নির্বাহীদের একজন। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে শেয়ারবাজারে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে আসছিল। কমিশনের সাম্প্রতিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে, তিনি ভেতরের গোপন তথ্য ব্যবহার করে শেয়ারমূল্যে কারসাজি করেছেন এবং এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ঘটনাকে শেয়ারবাজারে আস্থার জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করে বিএসইসি তাকে বিশাল অঙ্কের আর্থিক জরিমানা ও বাজার থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যারা বাজার ব্যবস্থাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সালমান এফ রহমানের বিরুদ্ধে এ সিদ্ধান্ত সেটিরই এক শক্ত বার্তা।”

এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট মহলে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে।

মো: জারিমরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ