ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

আফিফ-সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহে বাংলাদেশ ‘এ’ দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০২ ১৯:৩৭:৫৬
আফিফ-সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহে বাংলাদেশ ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক: সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। জাতীয় দলের হয়ে ব্যর্থতার বৃত্তে আটকে ছিলেন নাইম শেখ। এমনকি হাই পারফরম্যান্স দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও ফিরেছিলেন ব্যর্থতার হতাশা নিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে সেই চেনা নাইমকে দেখা গেল নতুন রূপে। শুরুতে ধীরে এগিয়ে, পরে হাত খুলে খেলে ৩২ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। আর তার সেই শুরুটা পূর্ণতা পেল আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের ঝলমলে হাফ সেঞ্চুরিতে।

এই তিন ব্যাটারের দৃঢ়তায় বাংলাদেশ ‘এ’ দল দাঁড় করিয়েছে লড়াকু সংগ্রহ—২০ ওভারে ১৬৮ রান, ৪ উইকেট হারিয়ে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু শুরুটা ছিল একেবারে মন খারাপ করা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে যান সাইফ হাসান। এরপর কিছুটা ধীরস্থির হয়ে ইনিংস সাজানোর চেষ্টা করেন নাইম শেখ ও মাহিদুল ইসলাম অঙ্কন। পাওয়ার প্লেতে মূল দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন নাইম।

কিন্তু সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। অঙ্কন ৮ বলে ৪ রানে ফিরলেন আহমেদ শরিফের বাউন্সারে ক্যাচ দিয়ে। এরপর নাইম যখন ক্রমশ ছন্দে ফিরছেন, তখন হঠাৎই থেমে গেল তার দৌড়। ৩টি করে চার ও ছয়ে সাজানো ৩২ বলে ৪৭ রানের ইনিংসটি থামলো নাঈম আহমেদ সাকিবের এক স্ট্যাম্পিংয়ে। হাফ সেঞ্চুরির খুব কাছে গিয়ে থেমে যেতে হলো তাঁকে।

তবে ইনিংসের গতি ধরে রাখলেন দুই অভিজ্ঞ ব্যাটার—আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা সোহান যেন নিজের ছন্দে থেমে থাকতেই রাজি নন। প্রস্তুতি ম্যাচে দুটি হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আগুন ঝরানো ইনিংস খেললেন তিনি—৩৬ বলে ৫৮ রান, ৩টি ছক্কা ও ৫টি চার।

অন্যদিকে, আফিফ ছিলেন নির্ভার এবং গোছানো। প্রয়োজন অনুযায়ী শট খেলেছেন, বলের সঙ্গে তাল মেলাতে কখনোই ঘাটতি রাখেননি। শেষ দিকে ডিপ মিড উইকেটে এক চোখধাঁধানো ছক্কায় নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। অপরাজিত ছিলেন ৪০ বলে ৫১ রান করে, ৩টি চার ও ২টি ছক্কার ইনিংসে ছিল পরিণত ভাবের ছাপ।

বল হাতে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে সেরা ছিলেন নাঈম আহমেদ সাকিব। স্পিনে কিপার স্ট্যাম্পিংয়ে নাইমের বড় উইকেটটি তুলে নেন তিনি। এছাড়া শরিফ ও আব্দুল গাফফার একটি করে উইকেট নেন, তবে বড় রান ঠেকানোর মতো বোলিং করতে পারেননি কেউই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল: ১৬৮/৪ (২০ ওভার)

নাইম শেখ ৪৭ (৩২ বল, ৩ চার, ৩ ছক্কা)

নুরুল হাসান সোহান ৫৮ (৩৬ বল, ৫ চার, ৩ ছক্কা)

আফিফ হোসেন ৫১* (৪০ বল, ৩ চার, ২ ছক্কা)

নাঈম আহমেদ সাকিব ১/১১, আহমেদ শরিফ ১/২৩, আব্দুল গাফফার ১/৩৪

এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি—নাইমের আত্মবিশ্বাস ফিরে পাওয়া। জাতীয় দলে ফেরার লড়াইয়ে এটি হতে পারে তার জন্য নতুন শুরু। আফিফ ও সোহান যে ধারাবাহিকভাবে দলকে ভরসা দিচ্ছেন, সেটি আবারও প্রমাণিত হলো। এই ব্যাটিং প্রদর্শনী ভবিষ্যতের জন্য আশাবাদ জাগায়।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ