মডেল শান্তা পাল কীভাবে পেলেন ভারতীয় নাগরিকের পরিচয়?
                            নিজস্ব প্রতিবেদক: কলকাতার যাদবপুরের এক আবাসিক ফ্ল্যাটে থাকতেন এক তরুণী, যিনি পরিচয় দিতেন নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে। তাঁর হাতে ছিল আধার কার্ড, ভোটার আইডি—সবকিছু ঠিকঠাক বলেই মনে হচ্ছিল। কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে ছিল এক ভিন্ন সত্য। শেষ পর্যন্ত সেই মুখোশ খুলে গেল কলকাতা পুলিশের গোয়েন্দা তৎপরতায়। ধরা পড়লেন শান্তা পাল—বাংলাদেশি মডেল, অভিনেত্রী এবং একাধিক ফ্যাশন প্রতিযোগিতার পরিচিত মুখ।
গত ৩০ জুলাই দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার বিজয়গড় থেকে শান্তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, তিনি ভারতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে তৈরি করে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব সংক্রান্ত প্রতারণা করে আসছিলেন। জাল আধার ও ভোটার আইডি ব্যবহার করেই নিজেকে ভারতীয় বলে প্রমাণের চেষ্টা করেন তিনি।
গ্রেপ্তারের পর শান্তাকে আদালতে হাজির করা হলে ৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়। তদন্তে উঠে আসে, ২০২৩ সাল থেকে তিনি যাদবপুরে একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে থাকছিলেন। তবে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করতে একাধিক ঠিকানা ব্যবহার করতেন তিনি, যাতে তাঁর আসল পরিচয় চাপা পড়ে যায়।
তল্লাশি চালিয়ে শান্তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি—বাংলাদেশি পাসপোর্ট, এসএসসি অ্যাডমিট কার্ড, একটি বিমান সংস্থার আইডি কার্ডসহ আরও বেশ কিছু কাগজপত্র। তদন্তকারীরা মনে করছেন, এইসব নথির ভিত্তিতেই তিনি ভারতের আধার ও ভোটার কার্ড সংগ্রহ করেছিলেন। বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে UIDAI, নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তায়।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "নথিপত্র জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে শান্তার বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা কাগজগুলো আসল না জাল, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাঁর স্বামীর ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে।"
শান্তা পাল শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কিছুটা পরিচিতি পেয়েছেন। বাংলাদেশের দুটি শীর্ষ ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন তিনি। বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে 'ব্যাচেলর ইন ট্রিপ' চলচ্চিত্রের মাধ্যমে। এছাড়া তামিল ভাষার সিনেমা 'ইয়েরালাভা'-তেও অভিনয় করেছেন, যার পরিচালক ছিলেন বিশ্বনাথ রাও।
তাঁর গ্রেপ্তার শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি নাগরিকত্ব জালিয়াতির এক জটিল ও গভীর জাল উন্মোচনের ইঙ্গিত। শান্তার এই কাহিনি এখন আইনি ব্যবস্থার আওতায় বিচারাধীন, তবে এর রেশ ছড়িয়ে পড়েছে দুই দেশের আইন ও প্রশাসন ব্যবস্থার মধ্যে।
অভিনয় জীবনের উজ্জ্বল অধ্যায়ের পেছনে লুকিয়ে থাকা এই অন্ধকার অধ্যায় এখন আলোচনার কেন্দ্রে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শান্তার ভবিষ্যৎ যেমন অনিশ্চিত, তেমনি প্রশ্নবিদ্ধ হয়েছে কিছু রাষ্ট্রীয় পরিচয়পত্র ব্যবস্থার নিরাপত্তা ও যাচাইকরণ প্রক্রিয়াও।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মধ্যবিত্তের জন্য স্বস্তি: এক লক্ষের নিচে নেমে আসতে পারে সোনা!
 - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: শেষ হলো নারী বিশ্বকাপ ফাইনাল, জানুন ফলাফল
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: শেষ হলো ৩৭৪ রানের টি-টোয়েন্টি ম্যাচ, জানুন ফলাফল
 - আজকের সোনার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
 - চলছে আর্জেন্টিনা বনাম বেলজিয়াম ম্যাচ: ৫ গোল, ৮০ মিনিটের খেল শেষ, জানুন ফলাফল
 - যে কারণে প্রার্থী তালিকায় নাম নাইরিজভী ও নজরুল
 - রিজভী-নজরুল প্রার্থী তালিকায় নাম না থাকার নেপথ্যের কারণ জানাল বিএনপি
 - মুহূর্তের ব্যবধানে ফের বাড়ল সোনার মূল্য, ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
 - ইস্টার্ন হাউজিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা
 - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনাল: ব্যাটিংয়ে ভারত, সরাসরি দেখুন (LIVE)
 - আর্জেন্টিনা বনাম বেলজিয়াম ম্যাচ: ৯০ মিনিটের খেল শেষ, জেনে নিন ফলাফল
 - বিএনপির মনোনয়ন পেলেন যারা ২০২৫: ঢাকার ১৩টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা
 - আজ ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
 - ঐতিহাসিক মোড়! যে মার্কা নিল এনসিপি
 - লভ্যাংশ ও প্রান্তিক প্রকাশের তারিখ ঘোষণা করলো ৫ কোম্পানি