এএফসি বাছাই: লাওসে প্রথম ভোরেই মাঠে বাংলাদেশ নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইপর্বের মিশন শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য। লাওসে পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টা পরই স্থানীয় সময় ভোর ৬টায় বল হাতে মাঠে নেমে পড়েছে মেয়েরা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ঝেড়ে নতুন দেশে প্রথম ভোরেই অনুশীলনে নামা—এটাই যেন আফিদাদের স্বভাব।
ভোরের আলোয় শুরু প্রস্তুতি
ঢাকায় নারী ফুটবল দলের নিয়মিত অনুশীলনের সময় ভোর। বিদেশে টুর্নামেন্ট বা প্রীতি ম্যাচ খেলতে গেলেও ব্রিটিশ কোচ পিটার বাটলার সেই রুটিন ভাঙেন না। লাওসের মাটিতেও এর ব্যতিক্রম হয়নি। দীর্ঘ সফরের ক্লান্তি পেছনে ফেলে ভোরের কুয়াশা ভেদ করে বলের সঙ্গে ছন্দ মিলিয়েছেন মেয়েরা।
অধিনায়কের আত্মবিশ্বাস
নতুন দেশে প্রথম অনুশীলন শেষে অধিনায়ক আফিদা খাতুন জানালেন—
“নতুন দেশ, নতুন পরিবেশ—সবকিছু ভালো লাগছে। অনুশীলনও ভালো হয়েছে। প্রথম ম্যাচেই জয়ের জন্য আমরা প্রস্তুত।”
প্রথম লড়াই লাওসের বিপক্ষে
আগামী ৬ আগস্ট বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক লাওসের। তাই পুরো মনোযোগ সেই ম্যাচেই। অধিনায়ক আরও বলেন—
“কোচ যেভাবে বলবেন, আমরা সেভাবেই খেলব। প্রথম লক্ষ্য লাওসকে হারানো।”
সাগরিকার জয়ের স্বপ্ন
সাম্প্রতিক সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে শিরোপাজয়ী দলের অন্যতম নায়িকা মোসাম্মৎ সাগরিকা প্রথম দিনের প্রস্তুতি নিয়ে বললেন—
“আমরা গতকালই বাংলাদেশ থেকে এসেছি। সকালে অনুশীলন ভালো হয়েছে। আমাদের লক্ষ্য এবারও চ্যাম্পিয়ন হওয়া।”
ইতিহাস গড়ার পথে
এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের মূল পর্বে বাংলাদেশ কখনো খেলেনি। তবে এবার বাফুফের আশা, মেয়েরা ইতিহাস গড়বে। যদিও গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া রয়েছে, তবুও গ্রুপ রানার্স হয়ে আট দলের মধ্যে সেরা তিনে থাকতে পারলে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ পাবে আফিদারা।
FAQ:
প্রশ্ন: বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের প্রথম ম্যাচ কবে?
উত্তর: ৬ আগস্ট ২০২৫, স্বাগতিক লাওসের বিপক্ষে।
প্রশ্ন: বাংলাদেশ কখন লাওসে পৌঁছেছে?
উত্তর: গতকাল সন্ধ্যায় বাংলাদেশ দল লাওসে পৌঁছেছে।
প্রশ্ন: বাংলাদেশ দলের লক্ষ্য কী?
উত্তর: প্রথমে গ্রুপ পর্বে জয় নিশ্চিত করে মূল পর্বে ওঠা এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া।
প্রশ্ন: এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের মূল পর্বে বাংলাদেশ আগে খেলেছে কি?
উত্তর: না, এবারই প্রথম মূল পর্বে ওঠার সুযোগ রয়েছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা: টস শেষ, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে!
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ১৭০ রান টার্গেট, নতুন নিয়মে শ্রীলঙ্কা কত রানে হারলে বাংলাদেশ সুপার ফোরে যাবে
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: পাওয়ার প্লে শেষ, লাইভ দেখুন এখানে
- ৬ নিরীক্ষা ফার্মকে নিষিদ্ধ করছে বিএসইসি! ঝুঁকিতে ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: নাসুম জোড়া আঘাত, লাইভ দেখুন এখানে
- এনবিআরের এক চিঠিতেই কাঁপল শেয়ারবাজার! আসল কারণ কী?
- বড় খবর! আইপিও প্রক্রিয়া বদলে দিচ্ছে ডিএসই: বিনিয়োগের সুযোগ
- বাংলাদেশের সুপার ফোর: ৬৭ রান কিংবা ১১.২ ওভারের জটিল সমীকরণ!
- পুঁজি হারাচ্ছেন? সর্বনিম্ন দামে ৫ শেয়ারে দিশেহারা বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারে আলোড়ন: একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে বিএসইসির দৃষ্টান্তমূলক শাস্তি
- ব্যাংক এশিয়ার এমডির মাস্টারস্ট্রোক: বিনিয়োগকারীদের নজর এখন শেয়ারে!
- জ্বালানি খাতে ১৩ কোম্পানির ক্যাশ ফ্লোতে উল্লম্ফন: বিনিয়োগকারীদের জন্য সুখবর
- তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে: ৩টি প্রধান বাধা!