ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ডি ভিলিয়ার্সের আইপিএল সেরা একাদশ, নেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৪ ২০:০২:২৬
ডি ভিলিয়ার্সের আইপিএল সেরা একাদশ, নেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের অবদান অনস্বীকার্য। ব্যাটে-বলে দলগুলোর হয়ে একক পারফরম্যান্সে ম্যাচ জেতানো তাদের জন্য নতুন কিছু নয়। গেইলের ব্যাটে ঝড়, রাসেলের অলরাউন্ড দাপট, পোলার্ডের ফিনিশিং ক্ষমতা কিংবা নারিনের ঘূর্ণিতে বিভ্রান্ত ব্যাটারদের দৃশ্য আইপিএল মানেই যেন ওয়েস্ট ইন্ডিজ। অথচ অবাক করার মতো সিদ্ধান্তে আইপিএলের সর্বকালের সেরা একাদশে জায়গা পেলেন না ওয়েস্ট ইন্ডিজের একজন খেলোয়াড়ও।

এই একাদশ বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। আইপিএলে নিজে ১৮৪টি ম্যাচ খেলে রান করেছেন ৫১৬২, হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি। আইপিএলের ইতিহাস গড়াদের একজন হয়েও এই তারকা ক্রিকেটারের বাছাইয়ে বাদ পড়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কায়রন পোলার্ড, ডোয়েন ব্রাভো ও সুনীল নারিনের মতো ম্যাচ-জয়ী নামগুলো।

কারা জায়গা পেলেন ডি ভিলিয়ার্সের একাদশে?

ডি ভিলিয়ার্সের ঘোষিত একাদশে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য লক্ষণীয়। মুম্বই ইন্ডিয়ান্স থেকে সুযোগ পেয়েছেন পাঁচজন, রয়েছেন চেন্নাইয়ের মাহেন্দ্র সিং ধোনি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোহলিও আছেন দলটিতে। স্পিন বিভাগে জায়গা পেয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের স্পিনার, অথচ বাদ পড়েছেন টি-টোয়েন্টিতে নিয়মিত ভয়ঙ্কর রশিদ খানও।

ডি ভিলিয়ার্সের বাছাই করা আইপিএলের সেরা একাদশ:

ওপেনার: রোহিত শর্মা (ভারত), ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া)

৩ নম্বর: বিরাট কোহলি (ভারত)

৪ নম্বর: সূর্যকুমার যাদব (ভারত)

৫ নম্বর: এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

৬-৭ নম্বর: হার্দিক পান্ডিয়া (ভারত), এমএস ধোনি (ভারত) - অধিনায়ক ও উইকেটরক্ষক

পেসার: জাসপ্রীত বুমরাহ (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

স্পিনার: যুবেন্দ্র চহাল (ভারত), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)

এই একাদশে ৭ জন ভারতীয়, ১ জন করে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রতিনিধি আছেন। কিন্তু পুরো ক্যারিবীয় অঞ্চলের কারও জন্য জায়গা হয়নি, যা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।

কেন এই অবহেলা?

ক্রিস গেইলের ৬টি সেঞ্চুরি ও ৪০০০-এর বেশি রান, আন্দ্রে রাসেলের ব্যাটিং স্ট্রাইক রেট ও অলরাউন্ড অবদান, কিংবা কায়রন পোলার্ডের ম্যাচ ফিনিশিং সামর্থ্য—এসব উপেক্ষা করায় অনেকেই বিস্মিত। অনেকে মনে করছেন, ডি ভিলিয়ার্স হয়তো পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমের অভিজ্ঞতা ও মাঠের আচরণকেও গুরুত্ব দিয়েছেন। তবে আইপিএলের ইতিহাসে ‘গেইলস্টর্ম’ বা ‘রাসেল থ্রেট’ বাদ দিলে কীভাবে সেটা পরিপূর্ণ থাকে—তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ক্রিকেটবিশ্বে প্রতিক্রিয়া

ডি ভিলিয়ার্সের বাছাই সেরা একাদশ অবশ্যই ব্যক্তিগত পছন্দ-অভিজ্ঞতার প্রতিফলন। তবে এমন একাদশ ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন, "আইপিএলের ইতিহাসের গল্পই লেখা যেত না যদি ক্যারিবীয়রা না থাকত," আবার কেউ মন্তব্য করেছেন, “ডিভিলিয়ার্সের দল ‘সেরা’ নয়, এটি একটি পছন্দের একাদশ।”

যেভাবেই হোক, এই বাছাইকে কেন্দ্র করে আবারও আলোচনায় ফিরে এসেছে আইপিএলের 'বেস্ট একাদশ' বিতর্ক। আর গেইল-পোলার্ড-রাসেল ভক্তরা নিশ্চয়ই আরও একবার আক্ষেপে বলছেন—“যে দল গেইলকে রাখে না, সে দল কতটা ভয়ংকর হতে পারে?”

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ