ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গোল বন্যায় শেষ হলো বার্সেলোনা বনাম কোমোর ম্যাচ, জানুন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১১ ১০:৫১:২৫
গোল বন্যায় শেষ হলো বার্সেলোনা বনাম কোমোর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোমোকে যেন মাঠেই হারিয়ে ফেলল বার্সেলোনা! কাতালানরা সিরি আ ক্লাবটিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে জিতেছে মর্যাদাপূর্ণ জোয়ান গাম্পার ট্রফি। এর মাধ্যমে প্রাক-মৌসুম প্রস্তুতির অপরাজিত যাত্রা বজায় রেখেছে হান্সি ফ্লিকের দল। গতবার মোনাকোর কাছে হারের হতাশা ভুলিয়ে এবার দাপটের সঙ্গেই শিরোপা ঘরে তুলল তারা।

ম্যাচ শুরুর পর থেকেই যেন একপাক্ষিক লড়াই। ২১তম মিনিটে কোমোর ডিফেন্সের ভুলে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বজ্রগতির শটে প্রথম গোল করেন ফারমিন লোপেজ। বিরতির ১০ মিনিট আগে বাঁ-কোণে এক দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলও তুলে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

এরপর মাঠ যেন রঙিন হয়ে ওঠে আক্রমণের ঝড়ে। ৩৭তম মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন রাফিনহা। মাত্র দুই মিনিট পর রাফিনহার পাসেই সহজ গোল করেন লামিনে ইয়ামাল। প্রথমার্ধেই ৪-০ ব্যবধান তৈরি করে ফেলে বার্সা।

তবে গোলের ক্ষুধা তখনও শেষ হয়নি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই বাঁ-কোণে চমৎকার শটে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল, ফলে স্কোরবোর্ডে ভেসে ওঠে ৫-০। রাশফোর্ডও সুযোগ পেয়েছিলেন গোলের, কিন্তু প্রথমার্ধে গোলরক্ষককে কাটিয়ে শট লক্ষ্যভ্রষ্ট হয় তার।

এই জয়ের মাধ্যমে বার্সেলোনা প্রাক-মৌসুমের চার ম্যাচে ২০ গোলের মাইলফলক স্পর্শ করল। ইয়ামাল একাই করেছেন ৪ গোল ও ১ অ্যাসিস্ট, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—২০২৪-২৫ মৌসুমে বার্সার বড় অস্ত্র হতে চলেছেন তিনি। আর রাশফোর্ডও যেন ধীরে ধীরে কাতালান আকাশে নিজের জায়গা করে নিচ্ছেন।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ