ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আজকের আবহাওয়ার আপডেট: চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৩ ১০:৪৭:৫৪
আজকের আবহাওয়ার আপডেট: চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আবহাওয়া আবারও অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

নদীবন্দরকে প্রস্তুত থাকতে নির্দেশ

আবহাওয়া অফিসের আলাদা পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্ভাব্য প্রভাব ও পরামর্শ

বিশেষজ্ঞদের মতে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে যেতে পারে। পাশাপাশি নিম্নাঞ্চলে পানি জমে সড়ক যোগাযোগ ও দৈনন্দিন জীবনে ভোগান্তি সৃষ্টি হতে পারে। তাই জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ