ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ধর্ম উপদেষ্টা হুঁশিয়ারি: হজ কার্যক্রমে ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে

ধর্ম ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৪ ১৩:৪৯:০৩
ধর্ম উপদেষ্টা হুঁশিয়ারি: হজ কার্যক্রমে ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে

নিজস্ব প্রতিবেদক: হজ কার্যক্রমে ঘুষ বা অন্য কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, “যদি কেউ হজ কার্যক্রমে দুর্নীতি বা ঘুষ গ্রহণ করেন, তাদের শাস্তি হবে কঠোরতমভাবে।” একই সঙ্গে তিনি হজ এজেন্সিগুলোর সহযোগিতারও আহ্বান জানিয়েছেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আয়োজিত এই মেলা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

তিনি বলেন, হজে যাত্রীদের সুবিধা ও খরচ কমানোর জন্য ইতিমধ্যেই বিমান ভাড়া কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। “বিমানের সঙ্গে আলোচনা করার সময় হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত থাকবে, যাতে তারা মতামত জানাতে পারেন,” যোগ করেন ধর্ম উপদেষ্টা।

ড. খালিদ হোসেন সতর্ক করে জানান, গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছে। এসব সামগ্রী জেদ্দা বিমানবন্দরে ধরা পড়েছে। তিনি বলেন, “যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব সরবরাহ করেছে সংশ্লিষ্ট এজেন্সি। বাংলাদেশে জর্দা গ্রহণ অপরাধ নয়, কিন্তু সৌদি আইন অনুযায়ী এটি মাদক হিসেবে গণ্য হয়। দেশের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি আমরা সহ্য করতে পারি না।”

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “গত হজে জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার পথে এক এজেন্সি মালিক হজযাত্রীকে দিয়ে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন। পরে এটি ধরা পড়ে। হাবসহ সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশের সুনাম রক্ষা করতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ