ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

চার্লটন বনাম লিসেস্টার সিটি: প্রথমার্ধ গোলশূন্য সমতা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৩ ১৮:৪০:৪৯
চার্লটন বনাম লিসেস্টার সিটি: প্রথমার্ধ গোলশূন্য সমতা

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে চার্লটন অ্যাথলেটিক এবং লিসেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধ শেষে কোনো দলই গোলের দেখা পায়নি, খেলাটি ০-০ তে সমতায় রয়েছে।

প্রথমার্ধের পরিসংখ্যান বলছে, বল দখলের লড়াইয়ে লিসেস্টার সিটি এগিয়ে থাকলেও আক্রমণে বেশি ধার দেখিয়েছে চার্লটন। লিসেস্টার ৬১% বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও চার্লটনের গোলমুখে ৩টি শট নিতে সক্ষম হয়, যেখানে লিসেস্টার একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি। চার্লটন মোট ৬টি শট নেয়, আর লিসেস্টারের শটের সংখ্যা ৩।

পাসিংয়েও লিসেস্টার এগিয়ে ছিল। ২২১টি পাসের মধ্যে তাদের ৮১% সঠিক ছিল। অন্যদিকে, চার্লটনের ১৩৬টি পাসের মধ্যে ৬৮% নির্ভুল ছিল।

প্রথমার্ধে চার্লটন ৯টি ফাউল করে এবং ৪টি কর্নার আদায় করে। লিসেস্টার সিটির ৬টি ফাউলের বিপরীতে কর্নার ছিল ২টি। কোনো দলই হলুদ বা লাল কার্ড দেখেনি।

ম্যাচের লাইভ উইন প্রোবাবিলিটি অনুযায়ী, ড্রয়ের সম্ভাবনা ৪৩%। চার্লটনের জয়ের সম্ভাবনা ৩৩% এবং লিসেস্টার সিটির জয়ের সম্ভাবনা ২৪%। দ্বিতীয়ার্ধে কোন দল খেলার নিয়ন্ত্রণ নেয় এবং গোলের দেখা পায়, সেটাই এখন দেখার বিষয়।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ