ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

১০ জনের উলভসকে হারিয়ে জয়ে ফিরল বোর্নমাউথ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৩ ২২:১২:৫৯
১০ জনের উলভসকে হারিয়ে জয়ে ফিরল বোর্নমাউথ

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের জয়রথ ছুটছেই। আজ অনুষ্ঠিত ম্যাচে তারা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে (উলভস) ১-০ গোলে পরাজিত করেছে। খেলার একেবারে শুরুতে মার্কাস ট্যাভার্নিয়ারের করা একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জয়ের ফলে বোর্নমাউথ লিগ টেবিলের নবম স্থানে উঠে এসেছে, অন্যদিকে উলভসের অবস্থান ১৯তম।

খেলার শুরুতেই বোর্নমাউথ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাত্র ৪ মিনিটের মাথায় মার্কাস ট্যাভার্নিয়ার গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বোর্নমাউথ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় উলভস। ৪৯ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির খেলোয়াড় টোটি গোমস। এর ফলে ১০ জনের দলে পরিণত হয় উলভস। বাকি সময়টা একজন কম নিয়ে খেলেও বোর্নমাউথকে আর কোনো গোল করতে দেয়নি তারা। তবে নিজেরাও গোল করতে ব্যর্থ হওয়ায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

পুরো ম্যাচে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল বোর্নমাউথ। ম্যাচের ৫৯ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। গোলমুখে ১৪টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, উলভস মাত্র ৬টি শট নিতে সক্ষম হয় এবং তার মধ্যে মাত্র ১টি লক্ষ্যে রাখতে পারে। পাসিংয়ের ক্ষেত্রেও বোর্নমাউথ আধিপত্য দেখায়; ৮৬ শতাংশ সফল পাসের বিপরীতে উলভসের সফল পাসের হার ছিল ৭৩ শতাংশ।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বোর্নমাউথ লিগ টেবিলের নবম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ২ ম্যাচের দুটিতেই হেরে এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি উলভস এবং তারা লিগ টেবিলের ১৯তম স্থানে অবস্থান করছে।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ