ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

আজকের খেলার সময়সূচি: বেনফিকা বনাম ফেনেরবাচে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৭ ০৯:৪৩:২৯
আজকের খেলার সময়সূচি: বেনফিকা বনাম ফেনেরবাচে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার জগতে প্রতিদিনই থাকে উত্তেজনা আর রোমাঞ্চ। টেনিস থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট কিংবা দ্য হানড্রেডের জমজমাট আসর—প্রতিটি প্রতিযোগিতাতেই দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক দারুণ ম্যাচ। আজও দেশের বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে বেশ কিছু আলোচিত খেলা। চলুন দেখে নেওয়া যাক আজকের খেলার পূর্ণাঙ্গ সূচি—

আজকের খেলার সময়সূচি

টুর্নামেন্ট/ইভেন্টম্যাচসময়সম্প্রচার চ্যানেল
ইউএস ওপেন (২য় রাউন্ড) টেনিস প্রতিযোগিতা রাত ৯টা স্টার স্পোর্টস ১, ২, সিলেক্ট ১
দ্য হানড্রেড (নারী) ট্রেন্ট রকেটস বনাম বার্মিংহাম রাত ৮টা সনি স্পোর্টস ১
দ্য হানড্রেড (পুরুষ) ট্রেন্ট রকেটস বনাম বার্মিংহাম রাত ১১:৩০ মি. সনি স্পোর্টস ১
চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ কারাবাগ বনাম ফেরেনৎসভারোস রাত ১০:৪৫ মি. সনি স্পোর্টস ২
চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ বেনফিকা বনাম ফেনেরবাচে রাত ১টা সনি স্পোর্টস ২
চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ব্রুগা বনাম রেঞ্জার্স রাত ১টা সনি স্পোর্টস ৫

আজকের খেলাগুলোতে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে। অন্যদিকে টেনিস অনুরাগীদের জন্য রয়েছে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের লড়াই। ক্রিকেটপ্রেমীদের জন্য দ্য হানড্রেডে থাকবে নারী ও পুরুষ বিভাগের রোমাঞ্চকর দুটি ম্যাচ।

প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে নির্ধারিত সময় অনুযায়ী, তাই আপনার পছন্দের খেলাটি মিস করতে চাইলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিন।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ