ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

চমক দিয়ে আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৭:৫৪:৪৪
চমক দিয়ে আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

চোটের কারণে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোর এবং পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে পারেননি লিটন কুমার দাস। সেই দুই ম্যাচে দায়িত্ব পান উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। আসন্ন আফগানিস্তান সিরিজেও দলে নেই লিটন, ফলে আবারও অধিনায়কত্বের আস্থা রাখা হয়েছে জাকেরের ওপর।

রবিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনের নাম না থাকলেও জাকেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন নির্বাচকরা। এশিয়া কাপে তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা থাকলেও আফগান সিরিজে তার ওপরই ভরসা করল টিম ম্যানেজমেন্ট।

সৌম্যের প্রত্যাবর্তন

দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মেই আছেন তিনি, আর তাই লিটনের জায়গায় সুযোগ পেলেন স্কোয়াডে।

বাংলাদেশের জার্সিতে দেড়শর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা সৌম্য সর্বশেষ মাঠে নেমেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রায় সাত মাস পর আবারও জাতীয় দলে ডাক পেলেন বাঁহাতি এই ব্যাটার।

আরব আমিরাতে মাঠে গড়াবে সিরিজ

সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ–আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২, ৩ ও ৫ অক্টোবর। এরপর একই ভেন্যুতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।

ঘোষিত বাংলাদেশ দল

জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ