ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

Alamin Islam

Senior Reporter

শোক সংবাদ: আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের আগে মারা গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ০৯ ১৮:৩৬:৩৬
শোক সংবাদ: আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের আগে মারা গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি

আর্জেন্টিনার ফুটবলে শোকের ছায়া: কিংবদন্তি কোচ মিগেল অ্যাঞ্জেল রুসোর জীবনাবসান

দীর্ঘদিনের ক্যান্সারের সঙ্গে এক অসম লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল কোচ মিগেল অ্যাঞ্জেল রুসো। ৬৯ বছর বয়সে এই ফুটবল কিংবদন্তির প্রয়াণে আর্জেন্টাইন ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। সবশেষ তিনি বোকা জুনিয়র্স ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার এক মর্মস্পর্শী বিবৃতিতে রুসোর মৃত্যুর খবর নিশ্চিত করে বোকা জুনিয়র্স ক্লাব জানায়, “মিগেল রুসো আমাদের ক্লাবে এক অম্লান ছাপ রেখে গেছেন। তাঁর নিবেদন আমাদের কাছে চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। এই শোকের সময়ে আমরা তাঁর পরিবার ও প্রিয়জনদের পাশে আছি। বিদায়, প্রিয় মিগেল!”

একজন খেলোয়াড় ও কিংবদন্তি কোচ:

খেলোয়াড়ি জীবনে মিগেল অ্যাঞ্জেল রুসো একজন অসাধারণ ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন। ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচে অংশ নিয়ে একটি গোল করেছিলেন। ক্লাব ফুটবলে এস্তুডিয়ান্তেসের হয়ে ৪১৮টি ম্যাচে মাঠে নেমেছিলেন এবং ১১টি গোল করেছিলেন।

তবে তাঁর আসল পরিচিতি আসে কোচ হিসেবে। মিগেল অ্যাঞ্জেল রুসো তিন দফায় বোকা জুনিয়র্সের কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর কোচিংয়ে ক্লাবটি ২০০৭ সালে কোপা লিবার্তাদোরেস এবং ২০০৭ ও ২০২০ সালে আর্জেন্টাইন লিগ শিরোপা জিতেছিল। তিনি শুধু বোকা জুনিয়র্সেই নন, তাঁর বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে সান লোরেঞ্জো, রেসিং ক্লাব, উনিভার্সিদাদ দে চিলে (চিলি), সালামাঙ্কা (স্পেন), মোরেলিয়া (মেক্সিকো), মিলিওনারিওস (কলম্বিয়া), আলিয়াঞ্জা লিমা (পেরু), সেরো পোর্তেনো (প্যারাগুয়ে) এবং আল নাসর (সৌদি আরব)-এর মতো অনেক নামীদামী ক্লাবেও কাজ করেছেন।

ক্যান্সারের বিরুদ্ধে এক অদম্য লড়াই:

২০১৭ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন রুসো। কিন্তু এই মারণব্যাধি তাঁকে দমাতে পারেনি। অসুস্থতার মধ্যেও তিনি বোকা জুনিয়র্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। নিজের বাড়ি থেকেই নিয়মিত দলের কোচিং স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং দলের কৌশলগত দিকনির্দেশনা দিতেন। তাঁর এই অদম্য স্পৃহা ফুটবল অঙ্গনে সকলের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আজ মিগেল অ্যাঞ্জেল রুসো আমাদের মাঝে নেই, কিন্তু আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান এবং কিংবদন্তি খেলোয়াড়ি ও কোচিং জীবন ভবিষ্যতের ফুটবলার ও কোচদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ