ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ: ২২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কেশভ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২১ ১৫:৩৮:২২
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ: ২২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কেশভ

লাহোরের বাইশ গজের মতো রাওয়ালপিন্ডিতেও চলছে স্পিনারদের নিরঙ্কুশ আধিপত্যের চিত্র। পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টে প্রত্যাশিত স্পোর্টিং পিচের বদলে দেখা গেল স্পিন যাদু। আর সেই দাপটের মূল কারিগর হয়ে উঠে এলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার কেশভ মহারাজ, যিনি তার অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে একাই গুঁটিয়ে দিলেন পাকিস্তানের প্রথম ইনিংস।

মঙ্গলবার সকালে স্বাগতিকদের ব্যাটিং লাইনে হঠাৎ ধস নামিয়ে মহারাজ তুলে নেন ১০২ রানের বিনিময়ে ৭টি মূল্যবান উইকেট। ৪২.৪ ওভার বল করে এই পরিসংখ্যানটি কেবল একটি অসাধারণ স্পেল নয়, এটি এখন দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যেকার টেস্ট ম্যাচের ইতিহাসে কোনো স্পিনারের জন্য সর্বকালের সেরা বোলিং পারফরম্যান্স হিসেবে বিবেচিত হবে।

দুই দশকের পুরোনো নজির টপকে গেলেন মহারাজ

কেশভ মহারাজ তার এই পারফরম্যান্সের মাধ্যমে ২২ বছর পুরোনো এক রেকর্ডকে ছাপিয়ে গেলেন। এর আগে ২০০৩ সালে লাহোরে প্রোটিয়াদের আরেক বাঁ-হাতি স্পিনার পল অ্যাডামস ১২৮ রান খরচ করে ৭ উইকেট শিকার করেছিলেন। মহারাজ সেই দুই দশকেরও বেশি পুরোনো নজিরটিকে ভেঙে দিয়ে রেকর্ড বইয়ে নতুন করে তার নাম লিখিয়েছেন। তবে উল্লেখ্য, পেস বোলারদের অন্তর্ভুক্ত করলে সেরা ফিগারটি এখনও কাইল অ্যাবটের দখলে, যিনি ২০১৩ সালে মাত্র ২৯ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন।

পাকিস্তানের ব্যাটিংয়ে দ্রুত পতন

প্রথম দিন শেষে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দল ৫ উইকেটে ২৫৯ রানে একটি শক্ত অবস্থানে ছিল। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে সফরকারী বোলারদের, বিশেষত মহারাজের, তোপের মুখে তারা দ্রুতই পরাস্ত হয়। অতিরিক্ত ৭৪ রান যোগ করতেই তারা হারায় শেষ ৫টি উইকেট। ফলস্বরূপ, পাকিস্তানের ইনিংস শেষ হয় ৩৩৩ রানে।

এটি টেস্ট ক্রিকেটে কেশভ মহারাজের ১২তম বারের মতো ‘ফাইভ-ফর’ (এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট) অর্জন। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে মহারাজের পাশাপাশি সিমন হারমার ২ এবং কাগিসো রাবাদা ১টি উইকেট পেয়েছেন। ব্যাট হাতে পাকিস্তানের ইনিংসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন অধিনায়ক শান মাসুদ (৮৭), সৌদ শাকিল (৬৬), আব্দুল্লাহ শফিক (৫৭) এবং সালমান আলি আগা (৪৫)।

আল-মামুন

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ