ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

এশিয়া কাপ ট্রফি বিতর্ক: ভারতকে নাকভির কড়া জবাব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২২ ১১:৪১:৫৯
এশিয়া কাপ ট্রফি বিতর্ক: ভারতকে নাকভির কড়া জবাব

এশিয়া কাপের ফাইনাল শেষে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হওয়ার পরও ভারতের ট্রফি বিতর্ক থামছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে নাকভিকে ই-মেইলের মাধ্যমে ট্রফি হস্তান্তরের দাবি জানিয়েছে, কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) প্রধান মহসিন নাকভি নিজের অবস্থানে অটল রয়েছেন। তাঁর স্পষ্ট নির্দেশ অনুযায়ী, ট্রফি নিতে হলে অধিনায়ক ও পুরো দলকে সরাসরি দুবাই যেতে হবে।

পাকিস্তানের বিপক্ষে ফাইনাল জিতলেও ভারতের দল নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি। এর প্রেক্ষিতে নাকভি পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করে কর্মকর্তাদের নির্দেশ দেন ট্রফিটি সরিয়ে নিতে। বর্তমানে ট্রফি সংরক্ষিত রয়েছে এএসসির দুবাই অফিসে।

৩০ সেপ্টেম্বরের এএসসি বৈঠকে বিসিসিআই নাকভির আচরণের নিন্দা জানিয়েছিল। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, “এশিয়া কাপ ট্রফি ভারতের প্রাপ্য। এটি অবিলম্বে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া উচিত।”

বিসিসিআই সম্প্রতি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ট্রফি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছে। এএসসি-এর জবাবে বলা হয়েছে, “১০ নভেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে এসে আমার হাত থেকে ট্রফি গ্রহণ করুন।”

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই সচিব, এসি সি প্রতিনিধি রাজীব শুক্লাসহ বোর্ডের অন্যান্য সদস্যরা ট্রফি হস্তান্তরের জন্য এএসসি সভাপতিকে চিঠি লিখেছিলেন। তবে এ ব্যাপারে নাকভির অনড় অবস্থান এখনও অব্যাহত।

এর আগে বিসিসিআই সচিব সাইকিয়া নাকভি’র আচরণকে ‘অপেশাদার ও খেলাধুলার চেতনার পরিপন্থী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম নাকভির হাত থেকে ট্রফি নেব না। তবে তিনি ট্রফি নিয়ে চলে গেলে তা একেবারেই অনুচিত ও অখেলোয়াড়সুলভ।”

ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী মাসে এই বিষয়টি আইসিসি সভায় উত্থাপন করার পরিকল্পনা করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ