ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

বাংলাদেশ ক্রিকেটে শোকের ছায়া: এক মিনিট নিরবতা পালন করলেন লিটনরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২৭ ১৮:০৮:০৬
বাংলাদেশ ক্রিকেটে শোকের ছায়া: এক মিনিট নিরবতা পালন করলেন লিটনরা

দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালীন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। খুলনার বিপক্ষে ম্যাচে বরিশাল বিভাগের ফিজিওর দায়িত্বে থাকা হাসান আহমেদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জীবনাবসান ঘটেছে। এই নিবেদিতপ্রাণ ক্রীড়া পেশাদার ৪৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছিল বরিশাল বিভাগ। সেই ম্যাচের সময়ই এই দুঃখজনক ঘটনা ঘটে। বরিশালের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘ এক দশকের সম্পর্ক, অতঃপর চিরবিদায়

বরিশাল বিভাগের সঙ্গে ফিজিও হিসেবে হাসান আহমেদের সম্পর্ক ছিল এক দশক পেরোনো। দীর্ঘ সময় ধরে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। এই এনসিএলেও তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় দিনের সকালে তিনি বক্ষে তীব্র যন্ত্রণা অনুভব করেন। অসুস্থতা বাড়লে দ্রুত তাকে প্রথমে সরকারী হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে যথাযথ চিকিৎসা সম্ভব না হওয়ায় পরবর্তীতে তাকে একাধিক হাসপাতালে স্থানান্তর করা হয়। অবশেষে বরিশালের সিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

শোকের প্রতীক কালো ব্যাজ, নীরবতা পালন

ফিজিও হাসান আহমেদের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের ক্রিকেটাররা শোকের প্রতীক হিসেবে কালো আর্মব্যান্ড ধারণ করে মাঠে নামেন। লিটন দাস, সাইফ হাসানসহ দলের সকল সদস্য এই শোক জ্ঞাপন করেন।

খেলা শুরুর আগে মরহুম হাসানের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতাও পালন করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এনসিএলের যে সকল ম্যাচ চতুর্থ দিনের সকাল পর্যন্ত গড়াবে, সেগুলোতেও একই উপায়ে শ্রদ্ধা জানানো হবে।

একই মাঠে ফজলে মাহমুদের অসুস্থতা

উল্লেখ্য, এই একই ভেন্যুতে এনসিএলের উদ্বোধনী দিনেই বরিশাল বিভাগের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। ইনিংসের ১৯তম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে ওঠানো হলেও, সৌভাগ্যবশত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। বর্তমানে ফজলে মাহমুদ সুস্থ আছেন।

এদিকে, এই ম্যাচটিতে খুলনা বিভাগ ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে। প্রথম ইনিংসে খুলনা ৩১৩ রান করে, যার জবাবে বরিশাল মাত্র ১২৬ রানে গুটিয়ে যায়। ফলো অনে পড়ে বরিশাল দ্বিতীয় ইনিংসে ২২২ রান করতে সক্ষম হয়। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ