ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

স্বস্তি নাকি চাপ? এলপিজি’র দর নির্ধারণের দিন জানালো বিইআরসি

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ৩০ ১৮:০০:২৪
স্বস্তি নাকি চাপ? এলপিজি’র দর নির্ধারণের দিন জানালো বিইআরসি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামের আসন্ন ওঠানামা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে, আগামী ২ নভেম্বর, রোববার, মূল্য সমন্বয়ের ঘোষণা করার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই ঘোষণার মধ্য দিয়ে নতুন মাসে গ্রাহকদের জন্য জ্বালানির খরচ কমবে নাকি বাড়বে, তা স্পষ্ট হবে।

৩০ অক্টোবর, বৃহস্পতিবার, সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়।

সৌদি আরামকোর CP অনুযায়ী সমন্বয়, ঘোষণা বিকাল ৩টায়

বিইআরসি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বর (২০২৫) মাসের সৌদি সিপি (Contract Price) অনুসারে এই মাসটির জন্য গ্রাহক পর্যায়ে বেসরকারি এলপিজি গ্যাসের মূল্য সমন্বয় করা হবে। কমিশন কর্তৃক নির্দেশিকা ঘোষণা করা হবে ওই দিন বিকাল ৩টায়।

আন্তর্জাতিক বাজারে মূল্যের পরিবর্তনকে ভিত্তি ধরে প্রতি মাসে দেশের বাজারে এলপিজি এবং অটোগ্যাসের দাম সমন্বয় করে থাকে বিইআরসি।

৭ অক্টোবরের পরিবর্তন: ১২ কেজি সিলিন্ডারে ২৯ টাকা হ্রাস

নতুন সমন্বয়ের পূর্বে সর্বশেষ মূল্য পরিবর্তন আনা হয়েছিল গত ৭ অক্টোবর। সেবারের ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা হ্রাস পেয়ে ১ হাজার ২৪১ টাকায় দাঁড়ায়। এই মূল্য পরিবর্তন গ্যাস ব্যবহারকারীদের মধ্যে সাময়িক স্বস্তি এনেছিল।

পাশাপাশি, অটো গ্যাস (মূসকসহ) প্রতি লিটারে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা ধার্য করা হয়েছিল।

২০২৪-এর গতিপ্রকৃতি: ৭ বার বৃদ্ধি, ৪ বার হ্রাস

বিগত বছরগুলোতে জ্বালানির দামের গতিপ্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৪ সালে মোট ১১ বার দামে পরিবর্তন আসে।

ওই বছর এলপিজি ও অটোগ্যাসের দাম ৭ বার বৃদ্ধি পেয়েছিল এবং ৪ বার কমেছিল। দাম বেড়েছিল মূলত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরে।

অন্যদিকে, এপ্রিল, মে, জুন এবং নভেম্বরে দাম কিছুটা স্বস্তি দিয়েছিল। উল্লেখ্য, কেবল ডিসেম্বর মাসেই মূল্যে কোনো তারতম্য ছিল না, অর্থাৎ তা অপরিবর্তিত ছিল।

আগামী রোববার বিইআরসি’র ঘোষণার দিকেই এখন দেশের কোটি কোটি এলপিজি গ্রাহকের মনোযোগ নিবদ্ধ।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

ইনটেকের লভ্যাংশ ঘোষণা

ইনটেকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারের তালিকাভুক্ত ইন্টেক লিমিটেড তাদের সমাপ্ত ২০২৫ হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের শূন্য হাতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের... বিস্তারিত