ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

মাত্র দশ মাসে দ্বিতীয়বার বিয়ে? রশিদ খানের দাম্পত্য রহস্যে তোলপাড় ক্রিকেট মহল!

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ১১ ১৮:০৮:১৫
মাত্র দশ মাসে দ্বিতীয়বার বিয়ে? রশিদ খানের দাম্পত্য রহস্যে তোলপাড় ক্রিকেট মহল!

আফগানিস্তানের প্রখ্যাত স্পিনার রশিদ খানের সাম্প্রতিক একটি ঘোষণা তাঁকে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তারকা এই ক্রিকেটার মাত্র ১০ মাসের ব্যবধানে দ্বিতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। এর ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে, তিনি কি একযোগে দুই স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন?

চুপিসারে নিকাহ সম্পন্ন করার পর, এবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তা প্রকাশ্যে এনেছেন রশিদ খান। গত সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবির ক্যাপশনেই এই তারকা জানান, "২ আগস্ট, ২০২৫ আমার জীবনের এক নতুন অধ্যায় সূচিত হলো। আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, যাকে প্রেম ও শান্তির প্রতিচ্ছবি বলা চলে। এমনই একজনকে আমি সবসময় আমার পাশে চেয়েছিলাম।" যদিও, তিনি তাঁর নবপরিণীতা স্ত্রীর কোনো ছবি প্রকাশ করতে অস্বীকার করেছেন।

গোপনীয়তা ভঙ্গের কারণ

স্পিনারের কথায় স্পষ্ট, এই সম্পর্ক এতদিন গোপনীয়তার আড়ালে ছিল। কিন্তু কয়েকটি 'অত্যন্ত অবাঞ্ছিত ঘটনার' সম্মুখীন হওয়ার পর বাধ্য হয়েই তাঁকে এই 'নিকাহ'র কথা প্রকাশ করতে হলো। ইনস্টাগ্রামে তিনি আরও লেখেন, "সম্প্রতি আমি আমার স্ত্রীকে একটি দাতব্য অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে কিছু অত্যন্ত অপ্রিয় ঘটনা ঘটে। তাই আমি সরাসরি সবাইকে জানাতে চাই, উনি আমার স্ত্রী এবং আমরা একসঙ্গে আছি।"

জমকালো প্রথম বিয়ের স্মৃতি

রশিদের এই স্বীকারোক্তির পরই তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে সৃষ্টি হয়েছে জটিলতা। কারণ, এর আগে গত বছর অর্থাৎ ৩ অক্টোবর তিনি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার বিবাহ সম্পন্ন করেছিলেন। ২৬ বছর বয়সী এই তারকার বিবাহ বাসর বসেছিল কাবুলের এক বিখ্যাত হোটেলে। তাঁকে দেখা গিয়েছিল ঐতিহ্যবাহী পশতুনি পোশাকে সজ্জিত অবস্থায়। উল্লেখ্য, এটি শুধুমাত্র রশিদের বিয়ে ছিল না, তাঁর তিন ভাই—আমির খলিল, রাজা খান এবং জাকিউল্লাহও সেই একই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

চার ভাইয়ের যৌথ বিয়ের সেই আয়োজন ছিল বেশ জমকালো। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান সহ মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জারদান এবং মুজিব উর রহমানের মতো আফগান ক্রিকেটের বহু বিশিষ্ট তারকা সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। আফগান বোর্ডও সেই সময় এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছিল।

উত্তরহীন জিজ্ঞাসা

প্রথম বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই রশিদের দ্বিতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার খবরে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা সৃষ্টি হয়েছে। প্রশ্ন হলো, তারকা স্পিনারের কি তাঁর প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে? নাকি প্রথম স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও তিনি দ্বিতীয়বার নিকাহ করেছেন? এই বিষয়ে এখনও কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

২০ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ: আসছে ইপিএস

২০ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ: আসছে ইপিএস

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০টি কোম্পানি তাদের আর্থিক হিসাব-নিকাশ অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) দিনক্ষণ চূড়ান্ত করেছে। এই প্রতিষ্ঠানগুলো... বিস্তারিত