Alamin Islam
Senior Reporter
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি ও দুই অর্ধশতকে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিকরা
আল-আমিন ইসলাম: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের ২৮৬ রানের জবাবে, মাহমুদুল হাসান জয়ের অসাধারণ সেঞ্চুরি (১৪১*) এবং সাদমান ইসলাম (৮০) ও মুমিনুল হকের (৬২*) জোড়া অর্ধশতকের কল্যাণে ৭ উইকেট হাতে রেখেই ২৯২/১ স্কোর নিয়ে ৬ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। (লাইভ স্কোর: Day 2 - Session 3, ৭৯ ওভারের খেলা বাকি)।
বাংলাদেশের ইনিংসে জয়-সাদমানের ১৬৮ রানের ভিত্তি
আয়ারল্যান্ডের দেওয়া ২৮৬ রানের জবাবে বাংলাদেশ দারুণ শুরু করে। ওপেনিং জুটিতে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় মিলে ১৬৮ রানের এক শক্তিশালী ভিত্তি স্থাপন করেন। ওপেনার সাদমান ইসলাম ১০৪ বলে ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮০ রান করে আইরিশ বোলার ম্যাথু হামফ্রিসের শিকার হন। এটিই ছিল বাংলাদেশের প্রথম ও দিনের একমাত্র পতন হওয়া উইকেট।
তবে দিনের মূল আকর্ষণ ছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এক প্রান্তে মাটি কামড়ে পড়ে থাকা এই ব্যাটসম্যান ২৬১ বল খেলে ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৪১ রান করে দলের স্কোরকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।
মুমিনুলের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি
সাদমান আউট হওয়ার পর ক্রিজে আসেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। তিনি যোগ দেন জয়-এর সাথে, গড়ে তোলেন আরেকটি কার্যকরী অবিচ্ছিন্ন জুটি। মুমিনুল হক ১০২ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬২ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৯২ রান (৭৭.৪ ওভার)। আয়ারল্যান্ডের পক্ষে একমাত্র সাফল্য পেয়েছেন ম্যাথু হামফ্রেস (১/৭৮)।
আয়ারল্যান্ডের ইনিংস ও বাংলাদেশের বোলিং দাপট
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৯২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ রান আসে পল স্টার্লিং (৬০) এবং কেড কারমাইকেল (৫৯)-এর ব্যাট থেকে, দুজনেই অর্ধশতক হাঁকান। এছাড়া কার্টিস ক্যাম্পার ৪৪ এবং লরকান টাকার ৪১ রান করেন।
বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন স্পিনাররা। মেহেদী হাসান মিরাজ ৫০ রান খরচায় ৩টি উইকেট নেন। এছাড়া, হাসান মাহমুদ (২/৪২), তাইজুল ইসলাম (২/৭৮) ও হাসান মুরাদ (২/৪৭) প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ইনিংসকে ২৮৬ রানে বেঁধে ফেলতে বড় ভূমিকা রাখেন।
তৃতীয় দিনে বাংলাদেশ বড় একটি স্কোর গড়ার লক্ষ্য নিয়ে নামবে, হাতে এখনো ৯টি উইকেট এবং ৬ রানের লিড নিয়ে তারা এখন শক্ত অবস্থানে রয়েছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয় ও সাদমানের ফিফটি, দেখনু সরাসরি (Live)
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- 'এ' থেকে 'জেড' ক্যাটাগরিতে নামল এক কোম্পানি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টেস্ট: প্রথম দিনের খেলা শেষ, জেনে নিন সংক্ষিপ্ত স্কোর
- ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: অল-আউটের পথে আয়ারল্যান্ড, দেখে নিন সর্বশেষ স্কোর
- বিএনপির ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! আসছে নতুন ১১ প্রার্থী
- বিশাল মুনাফার হাতছানি! 'নো ডিভিডেন্ড'-এর শেয়ারে বাজিমাত
- আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: মিরাজের ঘূর্ণিতে প্রথম ইনিংসে অল-আউট আয়ারল্যান্ড
- ৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ: টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা
- আজ আবারও বাড়লো সোনার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- কিডনি বিকল হওয়ার আগে শরীর দেয় ৮ ইঙ্গিত, এখনই সতর্ক হোন