ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

কমলো জ্বালানী তেলের দাম

বিশ্ব ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ১৭ ১৬:০৩:২৮
কমলো জ্বালানী তেলের দাম

বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সোমবার (১৭ নভেম্বর) বড় ধরনের দরপতন ঘটেছে। কৃষ্ণ সাগরের তীরবর্তী রাশিয়ার গুরুত্বপূর্ণ নভোরোসিস্ক বন্দর থেকে তেল সরবরাহ দুই দিন স্থগিত থাকার পর ফের শুরু হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এই খবর জানা গেছে।

মূল্যের বিস্তারিত চিত্র

গতকাল সোমবার (১৭ নভেম্বর) তেলের প্রধান দুই বেঞ্চমার্কের মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য ৫৩ সেন্ট কমে প্রতি ব্যারেল ৬৩ দশমিক ৮৬ ডলারে স্থিত হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৫৬ সেন্ট হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৫৯ দশমিক ৫৩ ডলারে নেমে আসে।

রপ্তানি স্বাভাবিক হলেও ঝুঁকি বহাল

উল্লেখ্য, গত সপ্তাহে নভোরোসিস্ক এবং ক্যাসপিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় দামে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ করা গিয়েছিল। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক হলেও, ইউক্রেনীয় আক্রমণের জেরে রুশ জ্বালানি অবকাঠামোয় এখনো গুরুতর ঝুঁকি বিরাজ করছে। সম্প্রতি রিয়াজান এবং নভোকুইবিসেভস্কের মতো জ্বালানি তেল পরিশোধনাগারগুলোতে হামলার খবর পাওয়া গিয়েছে।

বিশ্লেষণ ও সরবরাহ পরিস্থিতি

বাজার বিশ্লেষকদের অভিমত, ওপেক প্লাস জোটের বর্ধিত উৎপাদন পরিকল্পনার কারণে আন্তর্জাতিক তেলের দাম প্রতি ব্যারেল ৬০ থেকে ৬৫ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। বিনিয়োগকারীরা একইসাথে সরবরাহজনিত ঝুঁকি এবং পশ্চিমা দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার সার্বিক প্রভাব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে তেল খননকারী রিগ মেশিনের সংখ্যা বেড়ে ৪১৭-তে দাঁড়িয়েছে, যা ভবিষ্যতের সরবরাহ সম্ভাবনার ইঙ্গিত দেয়।

নিষেধাজ্ঞার কড়া নজরদারি

যদিও বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ বাজারে পর্যাপ্ত, তবুও ইউক্রেন ও ইরানের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আরোপিত নিষেধাজ্ঞার ফলাফল আগামী দিনের মূল্য নির্ধারণে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। পশ্চিমা দেশগুলির বিধিনিষেধ রাশিয়ার সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্যিক লেনদেনে ঠিক কী ধরনের প্রভাব ফেলছে, সেদিকেও বিনিয়োগকারীদের পূর্ণ মনোযোগ রয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে মস্কোর উপর চাপ সৃষ্টির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ান কোম্পানি লুকঅয়েলের (Lukoil) সঙ্গে ২১ নভেম্বরের পরে যেকোনো ধরনের চুক্তি নিষিদ্ধ করে নিষেধাজ্ঞা জারি করেছে।

আমিনুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ