ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

লা লিগা: ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে ডুবিয়ে সাতে উঠে এল সেল্টা ভিগো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৩ ২১:৫৩:০৪
লা লিগা: ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে ডুবিয়ে সাতে উঠে এল সেল্টা ভিগো

স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে গোলের মালা পরালো সেল্টা ভিগো। আজ ঘরের মাঠে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ৪-১ ব্যবধানের বিশাল জয় তুলে নিয়েছে তারা। ম্যাচের নায়ক বোরজা ইগলেসিয়াস, যার জোড়া গোল জয়ের পথ প্রশস্ত করে দেয়।

মাঠের লড়াই ও গোলের মহোৎসব

খেলার শুরু থেকেই বল দখলের লড়াইয়ে ভ্যালেন্সিয়া এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরিতে মুন্সিয়ানা দেখিয়েছে সেল্টা ভিগো। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন বোরজা ইগলেসিয়াস। প্রথমার্ধের ১-০ লিড নিয়ে বিরতিতে যাওয়ার পর, দ্বিতীয় হাফেও আগ্রাসী মেজাজে ফেরে স্বাগতিকরা। ৫৯ মিনিটে ইগলেসিয়াস নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন।

ভ্যালেন্সিয়ার ব্যর্থ চেষ্টা

দুই গোল খেয়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় ভ্যালেন্সিয়া। ৭০ মিনিটে পেপেলু গোল করে ব্যবধান ২-১ এ কমিয়ে আনলে ম্যাচ কিছুটা জমে ওঠার ইঙ্গিত দেয়। তবে ম্যাচের অন্তিমলগ্নে সেল্টা ভিগোর আক্রমণভাগ আরও ধারালো হয়ে ওঠে। ৮৩ মিনিটে জোনস আল-আবদুল্লাউই লক্ষ্যভেদ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভ্যালেন্সিয়ার হাতছাড়া হয়ে যায়। যোগ করা সময়ের শেষ মুহূর্তে (৯০+৪ মিনিট) হুগো আলভারেজ চতুর্থ গোলটি করে স্কোরলাইন ৪-১ এ নিয়ে যান।

পরিসংখ্যানে অদ্ভুত বৈপরীত্য

ম্যাচের পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যায়, বল পজেশনে ৬০ শতাংশ সময় নিয়ন্ত্রণ ছিল ভ্যালেন্সিয়ার কাছে। তারা ৫১৪টি পাস দিলেও কাজের কাজ অর্থাৎ গোল করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে মাত্র ৪০ শতাংশ বল দখলে রাখা সেল্টা ভিগো ১৩টি শট নিয়ে তার ৬টিই লক্ষ্যে রেখেছিল এবং ৪টি গোল আদায় করে নিয়েছে। ৮৫ শতাংশ পাসিং একুরেসি নিয়ে দারুণ কৌশলী ফুটবল উপহার দিয়েছে বিজয়ীরা।

পয়েন্ট টেবিলের চিত্র

এই বিধ্বংসী জয়ের ফলে ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে লা লিগা টেবিলের ৭ম স্থানে নিজেদের অবস্থান শক্ত করল সেল্টা ভিগো। অন্যদিকে, ১৮ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে ১৭ নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার জন্য রেলিগেশন এড়ানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাজত্ব করছে বার্সেলোনা।

ভ্যালেন্সিয়ার জালে এই গোলবন্যা সেল্টা ভিগোর সমর্থকদের জন্য নিশ্চিতভাবেই এক বড় আনন্দের খোরাক জোগালো।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ