ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা জানালো আইপিএল কর্তৃপক্ষ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৬ ১৬:৩৪:১২
মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা জানালো আইপিএল কর্তৃপক্ষ

গত আইপিএল নিলামে বড় চমক ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপির বিশাল মূল্যে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই-এর বিশেষ নির্দেশনায় দল ছাড়তে হয়েছে তাকে। বিস্ময়কর তথ্য হলো, এত বড় অংকের চুক্তি হওয়া সত্ত্বেও কেকেআর থেকে কোনো অর্থ পাচ্ছেন না এই টাইগার পেসার।

কেন এই আর্থিক বঞ্চনা?

আইপিএলের খেলোয়াড়দের বেতনের পুরো বিষয়টি একটি নির্দিষ্ট বিমা কাঠামোর অন্তর্ভুক্ত। সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি ক্রিকেটার ক্যাম্পে যোগ দেওয়ার পর যদি ইনজুরিতে পড়েন কিংবা টুর্নামেন্ট চলাকালীন চোটের কারণে ছিটকে যান, তবেই তিনি বিমা থেকে চুক্তির সর্বোচ্চ ৫০ শতাংশ অর্থ পেয়ে থাকেন।

তবে মুস্তাফিজুর রহমানের পরিস্থিতি একেবারেই ভিন্ন। তার কেকেআর ছাড়ার পেছনে কোনো শারীরিক চোট বা পারফরম্যান্সের দায় নেই। ভারতের কয়েকটি কট্টরপন্থী সংগঠনের আপত্তির মুখে বিসিসিআই তাকে রিলিজ দেওয়ার নির্দেশ দেয়। এই বিশেষ কারণটি আইপিএলের বর্তমান বিমা পলিসির আওতাভুক্ত নয়। ফলে চুক্তিগতভাবে কেকেআর তাকে কোনো টাকা দিতে বাধ্য নয়।

আইনি জটিলতা ও অনিশ্চিত ভবিষ্যৎ

পিটিআই-এর বরাত দিয়ে আইপিএল সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, বর্তমান বিমা কাঠামোয় এই ঘটনার কোনো আর্থিক প্রতিকার নেই। ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হলেও, তা অত্যন্ত জটিল। আইপিএল মূলত ভারতীয় আইনি কাঠামোর অধীনে পরিচালিত। কোনো বিদেশি ক্রিকেটারের পক্ষে ভারতের আদালতে দীর্ঘমেয়াদী আইনি লড়াই চালিয়ে যাওয়া কিংবা আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)-এ যাওয়ার ঝুঁকি নেওয়া প্রায় অসম্ভব।

রাজনৈতিক প্রেক্ষাপট ও সম্পর্কের টানাপোড়েন

সূত্রমতে, ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান ক্রিকেটীয় ও রাজনৈতিক সুসম্পর্কের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। আইনি পথে হাঁটলে ভবিষ্যতে আইপিএলে খেলার সুযোগ হারানোর ভয় থাকে। তাই অনিশ্চিত পরিস্থিতির কথা ভেবে কোনো ক্রিকেটারই সচরাচর এমন কঠোর পদক্ষেপ নিতে চান না।

বিসিবির কঠোর অবস্থান

মুস্তাফিজের সাথে ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নীরব থাকেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বোর্ড ইতিমধ্যেই এক পাল্টা প্রস্তাব দিয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে আয়োজনের জোরালো দাবি তুলেছে বিসিবি।

একজন পেশাদার ক্রিকেটার হিসেবে কোনো ভুল না থাকা সত্ত্বেও বিশাল অঙ্কের এই চুক্তি থেকে মুস্তাফিজের শূন্য হাতে ফেরাটি ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ