ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

আজকের খেলার সময়সূচী: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৬ ০৯:২৫:৪২
আজকের খেলার সময়সূচী: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

কনকনে শীতের আমেজে খেলার মাঠের উত্তাপ নিতে কার না ভালো লাগে! ক্রিকেটপ্রেমীদের জন্য আজ দিনটি হতে যাচ্ছে বেশ উপভোগ্য। একদিকে সিডনির ঐতিহ্যবাহী মাঠে অ্যাশেজের রাজকীয় লড়াই, অন্যদিকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ আর দক্ষিণ আফ্রিকার এসএ ২০-এর মারকাটারি টি-টোয়েন্টি যুদ্ধ—সব মিলিয়ে আজ চার-ছক্কার বিনোদনে ঠাসা থাকছে টিভির পর্দা।

প্রিয় দলের খেলা কখন, কোন চ্যানেলে দেখা যাবে তা নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে থাকে বাড়তি আগ্রহ। আপনার আজকের দিনটি খেলার ছকে সাজিয়ে নিতে একনজরে দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচী:

আজকের খেলার সময়সূচী

খেলার ধরণম্যাচ / প্রতিপক্ষসময় (বাংলাদেশ সময়)টিভি চ্যানেল
ক্রিকেট (সিডনি টেস্ট) ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (৩য় দিন) ভোর ৫:৩০ মি. স্টার স্পোর্টস ১ ও ২
বিগ ব্যাশ লিগ (BBL) অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম সিডনি থান্ডার দুপুর ২:১৫ মি. স্টার স্পোর্টস ২
এসএ ২০ (SA20) এমআই কেপটাউন বনাম জোবার্গ সুপার কিংস রাত ৯:৩০ মি. স্টার স্পোর্টস ২

সংক্ষিপ্ত আলোচনা:

আজকের দিনের শুরুটা হচ্ছে সিডনি টেস্টের মধ্য দিয়ে। অ্যাশেজ সিরিজের এই লড়াইয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ধ্রুপদী লড়াই দেখার জন্য ভোর থেকেই টিভির সামনে বসতে হবে দর্শকদের। এরপর দুপুরের দিকে টি-টোয়েন্টির বিনোদন নিয়ে হাজির হচ্ছে বিগ ব্যাশ লিগ। যেখানে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও সিডনি থান্ডার।

দিনের শেষে রাতটা জমিয়ে দিতে থাকছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ ২০। এমআই কেপটাউন ও জোবার্গ সুপার কিংসের এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে রাত সাড়ে নয়টায়।

তাই রিমোট হাতে তৈরি হয়ে যান, কারণ আজকের দিনটি শুধুই ক্রিকেটের!

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ