ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

বাংলাদেশের পরবর্তী সুপারস্টারের নাম জানালেন মঈন আলী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১০ ১৮:৩০:০২
বাংলাদেশের পরবর্তী সুপারস্টারের নাম জানালেন মঈন আলী

সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল—দেশের ক্রিকেটে এই নামগুলো এক একটি প্রতিষ্ঠান। তবে তাদের সোনালী সময় পেরিয়ে যাওয়ার পর টাইগার ক্রিকেটের ব্যাটন কার হাতে থাকবে, তা নিয়ে ক্রিকেটপাড়ায় দীর্ঘদিনের আলোচনা। সমর্থকদের এই কৌতূহলী প্রশ্নের যেন এক সোজাসাপ্টা উত্তর দিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার মঈন আলী। তার মতে, তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হওয়ার সব সম্ভাবনা।

বিপিএল নয়, বিগ ব্যাশেই লাভ বাংলাদেশের

এবারের বিপিএলে দেখা না গেলেও সুদূর অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ মাতিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন রিশাদ হোসেন। শনিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে মঈন আলী রিশাদের এই পথচলার প্রশংসা করে বলেন, "এই মুহূর্তে বিগ ব্যাশে খেলার সিদ্ধান্তটি রিশাদের জন্য একদম সঠিক। সেখানে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সাথে খেলে সে যা শিখবে, তা দিনশেষে বাংলাদেশের ক্রিকেটের জন্যই বড় সম্পদ হয়ে দাঁড়াবে।" তরুণ এই লেগ স্পিনারের প্রতিভা যে প্রশ্নাতীত, সেটিও মনে করিয়ে দেন মঈন।

রিশাদকে ঘিরেই আগামীর স্বপ্ন

মঈন আলীর বিশ্বাস, রিশাদ কেবল একজন বোলার হিসেবেই নয়, বরং একজন বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সামর্থ্য রাখেন। পরবর্তী ‘বিগ প্লেয়ার’ হওয়ার দৌড়ে কেন রিশাদ এগিয়ে, সে প্রসঙ্গে মঈন বলেন, "আমার দৃষ্টিতে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী মহাতারকা হবে রিশাদ। সে অত্যন্ত মেধাবী একজন বোলার। সে এখন নিজের ভিত্তি তৈরি করছে এবং নিজের নাম উজ্জ্বল করার পথে রয়েছে।"

অন্য কোনো তরুণের মাঝে এই সম্ভাবনা দেখেন কি না—এমন প্রশ্নে ইংলিশ অলরাউন্ডারের অকপট স্বীকারোক্তি, "অবশ্যই রিশাদই সেই একজন। বাংলাদেশে অনেক ভালো ভালো তরুণ ক্রিকেটার রয়েছে, কিন্তু আমার মনে হয় রিশাদই সবাইকে ছাড়িয়ে যাবে।"

সাফল্যের মন্ত্র: পরিশ্রম আর অভিজ্ঞতা

ভবিষ্যৎ সুপারস্টার হতে হলে রিশাদকে কী করতে হবে, সেই পরামর্শ দিতেও ভুলেননি মঈন আলী। কেবল বোলিং নয়, ব্যাটিংয়েও সমান নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। মঈনের মতে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার অভিজ্ঞতা রিশাদকে আরও পরিণত করবে। তিনি বলেন, "কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই নিজের সর্বোচ্চটা দিতে হবে। যতটা সম্ভব বিগ ব্যাশ বা অন্যান্য লিগে খেলে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে হবে। যত বেশি শিখবে, তত বড় ক্রিকেটার হওয়ার পথ সুগম হবে।"

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ