ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

মেট্রোরেল কার্ড রিচার্জ এখন মোবাইল অ্যাপে; জানুন ব্যবহারের নিয়ম

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ১৪:৫০:০০
মেট্রোরেল কার্ড রিচার্জ এখন মোবাইল অ্যাপে; জানুন ব্যবহারের নিয়ম

মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের স্টেশনের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্ড রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি দিতে চালু হলো বিশেষ মোবাইল অ্যাপ। এখন থেকে ‘র‌্যাপিড পাস’ এবং ‘এমআরটি পাস’ ব্যবহারকারীরা ঘরে বসেই তাদের কার্ড টপ-আপ করতে পারবেন।

সোমবার (১৩ জানুয়ারি) তেজগাঁওস্থ ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ভবনে এক অনুষ্ঠানে এই ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

ডিজিটাল পরিবহণ ব্যবস্থার নতুন ধাপ

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহণকে স্মার্ট ও আধুনিকায়নের যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, এই অ্যাপটি তারই একটি বাস্তব প্রতিফলন। এটি কেবল মেট্রোরেল নয়, বরং ভবিষ্যতে বাসসহ অন্যান্য পরিবহণেও কার্ডের ব্যবহার সহজ ও জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রাখবে।

‘র‌্যাপিড পাস বিডি’ অ্যাপে যা থাকছে

যাত্রীদের সুবিধার্থে অ্যাপটিতে বেশ কিছু আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

তাৎক্ষণিক রিচার্জ: যে কোনো স্থান থেকে নিরাপদ পদ্ধতিতে কার্ড ব্যালেন্স বাড়ানো যাবে।

এনএফসি সুবিধা: যাদের ফোনে এনএফসি (NFC) প্রযুক্তি আছে, তারা কার্ডটি ফোনের পেছনে রেখেই বর্তমান ব্যালেন্স দেখে নিতে পারবেন।

হিসাব পরীক্ষা: কার্ডের মাধ্যমে যাতায়াতের ইতিহাস এবং আগের রিচার্জের তথ্য যাচাই করা যাবে।

নানা পেমেন্ট মাধ্যম: রিচার্জের টাকা পরিশোধে ব্যবহার করা যাবে বিকাশ, রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং এএমইএক্স কার্ড।

রিচার্জ করার সহজ নিয়ম

অনলাইনে এই সুবিধা পেতে যাত্রীদের গুগল প্লে-স্টোর থেকে ‘Rapid Pass BD’ অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল করতে হবে। নতুন ব্যবহারকারীদের একবার সাইন-আপ করতে হলেও যারা আগে ওয়েবসাইট ব্যবহার করেছেন, তারা পুরনো লগইন তথ্য দিয়েই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপে প্রবেশের পর ব্যবহারকারীর কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে, এছাড়া প্রয়োজনে নতুন কার্ড যুক্ত করার অপশনও থাকছে।

জানা জরুরি: রিচার্জ কার্যকর হবে যেভাবে

কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপে রিচার্জ করলেই সাথে সাথে তা ব্যালেন্স হিসেবে যোগ হবে না। রিচার্জ সম্পন্ন করার পর স্টেশনে থাকা ‘অ্যাড ভ্যালু মেশিন’-এ কার্ডটি ট্যাপ করতে হবে, তবেই ব্যালেন্স আপডেট হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

রিচার্জের সীমা: সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে এককালীন ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা সম্ভব।

পেন্ডিং রিচার্জ: একটি কার্ডে একবারের বেশি রিচার্জ পেন্ডিং রাখা যাবে না।

বাতিল ও চার্জ: রিচার্জ করার পর সাত দিনের মধ্যে এবং অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করার আগে চাইলে টাকা ফেরতের আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।

নিরাপত্তা: কালোতালিকাভুক্ত কোনো কার্ড এই অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে না।

পটভূমি

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর ওয়েবসাইটভিত্তিক রিচার্জ সেবা চালুর সময়ই মোবাইল অ্যাপ আনার প্রতিশ্রুতি দিয়েছিল ডিটিসিএ। সেই ধারাবাহিকতায় এ বছরের পহেলা জানুয়ারি অ্যাপটি প্লে-স্টোরে উন্মুক্ত করা হয় এবং আজ তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। এই উদ্যোগের ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা আরও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ