ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

কবে পবিত্র শবেবরাত?

ধর্ম ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৮ ১২:৩১:৩১
কবে পবিত্র শবেবরাত?

ইসলামি ক্যালেন্ডারের অন্যতম তাৎপর্যপূর্ণ রাত 'লাইলাতুল বরাত' বা শবেবরাতের সম্ভাব্য সময় নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই পবিত্র রজনীর দিনক্ষণ নির্ধারিত হবে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই পালিত হতে পারে এই ভাগ্য রজনী।

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার পরিস্থিতি

আজ রবিবার (১৮ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রজব মাসের ২৯তম দিন অতিবাহিত হচ্ছে। নিয়ম অনুযায়ী আজ সন্ধ্যায় ওই অঞ্চলে শাবান মাসের চাঁদের তালাশ করা হবে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ এক পূর্বাভাসে জানিয়েছেন, আজ মধ্যপ্রাচ্যের আকাশে শাবানের চাঁদ দেখা যাওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আজ চাঁদের জন্ম হলেও তা সূর্যাস্তের আগেই দিগন্তে মিলিয়ে যাবে। ফলে খালি চোখে আজ চাঁদ দেখা অসম্ভব বললেই চলে। এমতাবস্থায়, রজব মাস ৩০ দিন পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার অর্থ—আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে ওই অঞ্চলে শাবান মাস শুরু হতে পারে।

শবেবরাত কবে হতে পারে?

হিজরি সনের নিয়ম অনুযায়ী, শাবান মাসের ১৫তম রাতে শবেবরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি রাতে মধ্যপ্রাচ্যে পবিত্র শবেবরাত পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশের প্রেক্ষাপট

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান এবং মরক্কোসহ বেশ কিছু দেশে টেলিস্কোপের সাহায্যে শাবান মাসের চাঁদ দেখা যেতে পারে।

বাংলাদেশে শবেবরাতের তারিখ নিয়ে দুটি সম্ভাবনা রয়েছে:

১. যদি সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়, তবে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে দেশে শবেবরাত পালিত হবে।

২. আর যদি সোমবার চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস শুরু হবে বুধবার থেকে। সেক্ষেত্রে ৪ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

উল্লেখ্য, প্রতিবছর শাবান মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই জাতীয় চাঁদ দেখা কমিটি বাংলাদেশে শবেবরাতের চূড়ান্ত তারিখ ঘোষণা করে। ধর্মপ্রাণ মুসলিমরা এই রাতটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করে থাকেন।

সোহেল/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ