ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশকে ছোট রানের টার্গেট দিল যুক্তরাষ্ট্র

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২৩ ১৭:৩৭:২১
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশকে ছোট রানের টার্গেট দিল যুক্তরাষ্ট্র

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারণী ম্যাচে বোলিং নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে কুপোকাত করেছে বাংলাদেশ। সুপার ফোর নিশ্চিত করার মিশনে আজিজুল হাকিম তামিম বাহিনীর সামনে এখন লক্ষ্য ২০০ রান।

ক্রীড়া ডেস্ক: জয়ে ফেরার তাড়না আর সুপার ফোরে ওঠার সমীকরণ নিয়ে হারারেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আগের দুই ম্যাচের একটিতে হার এবং অন্যটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় বাংলাদেশের যুবাদের সামনে আজকের ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। সেই চাপের মুখে বল হাতে দুর্দান্ত শুরু করে প্রতিপক্ষকে অল্পতেই আটকে দিল লাল-সবুজ প্রতিনিধিরা।

শুরুতেই ইমনের আঘাত, দিশেহারা যুক্তরাষ্ট্র

ম্যাচের শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান আজিজুল হাকিম তামিম। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে একদমই সময় নেননি বোলাররা। ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যেই যুক্তরাষ্ট্রের টপ অর্ডার গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। ওপেনার আমরিন্দার সিং ও তিনে নামা অর্জুন মহেশ—উভয়েই ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

প্রতিরোধ ও আদনিত জাম্বের লড়াই

শুরুর বিপর্যয় কাটিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার সাহিল গার্গ ও অধিনায়ক উৎকর্ষ শ্রীভাস্তব। সাহিল ৩৫ ও শ্রীভাস্তব ৩৯ রান করে আউট হলে যুক্তরাষ্ট্র আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান আদনিত জাম্ব। তার ব্যাট থেকে আসা ব্যক্তিগত সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি যুক্তরাষ্ট্রকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়।

অন্যান্য ব্যাটারদের মধ্যে অদিত কাপ্পা ১৬ এবং নিতিশ সুদিনি ১৭ রান করলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শিব সানি (৬), সাহির ভাটিয়া (৩) ও আরেপাল্লি (১) রান করে বিদায় নেন।

ইকবাল ইমনের তিন শিকার

বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন ইকবাল হোসেন ইমন। তার নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে আমেরিকান ব্যাটাররা। ইমন একাই তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন আরও তিন বোলার, যারা প্রত্যেকেই শিকার করেন ২টি করে উইকেট।

জয়ের সমীকরণ: লক্ষ্য ২০০

নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। সুপার ফোরের টিকিট নিশ্চিত করতে হলে বাংলাদেশের ব্যাটারদের করতে হবে ২০০ রান। বোলাররা নিজেদের দায়িত্ব দারুণভাবে পালন করার পর এখন সবার নজর টপ অর্ডার ব্যাটারদের দিকে।

সংক্ষিপ্ত স্কোর একনজরে:

যুক্তরাষ্ট্র: ১৯৯/১০ (৫০ ওভার); আদনিত জাম্ব ৬৮, উৎকর্ষ ৩৯, সাহিল ৩৫।

বাংলাদেশ: ইকবাল হোসেন ইমন ৩/– (উইকেট)।

সোহেল/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ