ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

সায়হাম টেক্সটাইল: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২৯ ১৭:৩৫:৩০
সায়হাম টেক্সটাইল: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড তাদের ব্যবসার মোড় ঘুরিয়ে লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই ইতিবাচক চিত্র উঠে এসেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য প্রতিবেদনটি পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

অর্ধবার্ষিকীর ফলাফল (জুলাই-ডিসেম্বর ’২৫):

আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই’২৫ থেকে ডিসেম্বর’২৫) সায়হাম টেক্সটাইল শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৮ পয়সা। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির চিত্র ছিল ঠিক উল্টো; তখন শেয়ার প্রতি ৩৪ পয়সা লোকসান গুণতে হয়েছিল কোম্পানিটিকে। ফলে এক বছরের ব্যবধানে লোকসান ঘুচিয়ে কোম্পানিটির মুনাফায় ফেরা বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে।

দ্বিতীয় প্রান্তিকের চিত্র (অক্টোবর-ডিসেম্বর ’২৫):

শুধুমাত্র দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। উল্লেখ্য, গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৩ পয়সা। একক প্রান্তিকে মুনাফায় সামান্য পার্থক্য থাকলেও সামগ্রিক অর্ধবার্ষিক হিসেবে কোম্পানিটি এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।

সম্পদ ও আর্থিক অবস্থা:

প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫০ পয়সা।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, লোকসান কাটিয়ে মুনাফায় ফেরার এই প্রবণতা সায়হাম টেক্সটাইলের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি করতে পারে।

তানভির ইসলাম/

ট্যাগ: ডিএসই শেয়ার বাজার পুঁজিবাজার ডিএসই আজকের খবর আর্থিক প্রতিবেদন DSE দ্বিতীয় প্রান্তিক পুঁজিবাজারের সর্বশেষ খবর DSE News Today EPS সায়হাম টেক্সটাইল NAVPS Bangladesh share market news Dhaka Stock Exchange Latest News সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড সায়হাম টেক্সটাইল নিউজ সায়হাম টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক সায়হাম টেক্সটাইল ইপিএস সায়হাম টেক্সটাইলের অর্ধবার্ষিক প্রতিবেদন শেয়ার বাজারে সায়হাম টেক্সটাইল সায়হাম টেক্সটাইলের শেয়ার প্রতি আয় লোকসান কাটাল সায়হাম টেক্সটাইল সায়হাম টেক্সটাইল এনএভিপিএস বস্ত্র খাতের শেয়ারের খবর সায়হাম টেক্সটাইল আর্থিক প্রতিবেদন ২০২৫ শেয়ার বাজার নিউজ বাংলাদেশ সায়হাম টেক্সটাইলের লভ্যাংশ তথ্য Sayham Textile Mills Ltd. Sayham Textile Q2 Report 2025 Sayham Textile EPS update Sayham Textile half yearly report Sayham Textile NAVPS Sayham Textile Share Price news Sayham Textile profit and loss Textile sector stocks DSE Sayham Textile un-audited financial report Sayham Textile EPS growth Sayham Textile Mills earnings Stock market update Bangladesh 2025 Sayham Textile

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ