ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আমেরিকার বিশ্বকাপ দলে লঙ্কান জয়াসুরিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ৩০ ১৮:৫৬:৫১
আমেরিকার বিশ্বকাপ দলে লঙ্কান জয়াসুরিয়া

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণের জন্য নিজেদের রণকৌশল চূড়ান্ত করল যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার শেহান জয়াসুরিয়াকে অন্তর্ভুক্ত করে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আমেরিকা। তবে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়ে দল থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার অ্যারন জোন্স, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় এক ধাক্কা।

লঙ্কান ও ভারতীয় বংশোদ্ভূতদের জয়জয়কার

আমেরিকার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন শেহান জয়াসুরিয়া। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার এক সময় শ্রীলঙ্কার জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত লঙ্কানদের হয়ে ১২টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তার অফস্পিন ও কার্যকর ব্যাটিং মিডল অর্ডারে বাড়তি শক্তি জোগাবে।

দলে জায়গা করে নিয়েছেন আরও দুই নতুন মুখ। পেশাওয়ারে জন্ম নেওয়া লেগস্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ মহসিন প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্যাপ পরার অপেক্ষায় আছেন। অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার শুভাম রঞ্জনের অভিষেক হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে। ভারতের হয়ে ৭টি টেস্ট খেলা মিডিয়াম পেসার বসন্ত রঞ্জনের নাতি শুভাম এর আগে যুক্তরাষ্ট্রের হয়ে ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম।

আস্থার নাম ২০২৪-এর ‘সুপার এইট’ তারকারা

গত বিশ্বকাপের সাফল্যকে পুঁজি করে পুরোনো ১০ জন ক্রিকেটারকে ধরে রেখেছে নির্বাচকরা। যাদের নৈপুণ্যে যুক্তরাষ্ট্র সুপার এইটে খেলেছিল, সেই স্কোয়াডের অন্যতম স্তম্ভ আন্দ্রেস গাওস ও পেসার সৌরভ নেত্রাভালকার আবারও মাঠে নামছেন। গত আসরে গাওস ব্যাট হাতে সর্বোচ্চ রান এবং নেত্রাভালকার বল হাতে সর্বোচ্চ উইকেট নিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছিলেন।

অধিনায়ক মোনাঙ্ক, নেই অ্যারন জোন্স

মোনাঙ্ক প্যাটেলের কাঁধেই থাকছে নেতৃত্বের দায়িত্ব। তবে দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ অ্যারন জোন্সকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে মার্কিন শিবির। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় তাকে স্কোয়াডে রাখা হয়নি।

লড়াইয়ের কঠিন সূচি

'এ' গ্রুপে থাকা যুক্তরাষ্ট্রকে লড়তে হবে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে। এছাড়া তাদের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস ও নামিবিয়া।

যুক্তরাষ্ট্রের সূচি:

৭ ফেব্রুয়ারি: ভারত

১০ ফেব্রুয়ারি: পাকিস্তান (ভেন্যু: কলম্বো)

১৩ ফেব্রুয়ারি: নেদারল্যান্ডস (ভেন্যু: চেন্নাই)

১৫ ফেব্রুয়ারি: নামিবিয়া (ভেন্যু: চেন্নাই)

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড:

মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জাসদীপ সিং, আন্দ্রেস গাউস, শেহান জয়াসুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, নসথুস কেনজিগে, শ্যাডলি ফন শ্যালকভিক, সৌরভ নেত্রাভালকার, আলী খান, মোহাম্মদ মহসিন ও শুভাম রঞ্জন।

আল-মামুন/

ট্যাগ: যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫ স্কোয়াড শেহান জয়াসুরিয়া যুক্তরাষ্ট্র দল অ্যারন জোন্স কেন নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল ঘোষণা আমেরিকা বনাম ভারত টি-টোয়েন্টি আমেরিকা বনাম পাকিস্তান ম্যাচ মোনাঙ্ক প্যাটেল অধিনায়ক শুভাম রঞ্জন ক্রিকেটার মোহাম্মদ মহসিন অলরাউন্ডার সৌরভ নেত্রাভালকার বিশ্বকাপ লঙ্কান ক্রিকেটার শেহান জয়াসুরিয়া আইসিসি দুর্নীতিবিরোধী নিয়ম অ্যারন জোন্স যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ সূচি আমেরিকার টি-টোয়েন্টি স্কোয়াড আন্দ্রেস গাওস যুক্তরাষ্ট্র ক্রিকেট ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচ কলম্বোতে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র চেন্নাইয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ আমেরিকার ক্রিকেটে নতুন মুখ USA T20 World Cup squad Shehan Jayasuriya USA debut Aaron Jones banned from cricket Monank Patel USA captain USA Cricket team news Shubham Ranjan USA cricketer Mohammad Mohsin USA cricket USA vs Pakistan T20 World Cup USA vs India T20 World Cup schedule Saurabh Netravalkar USA Sri Lankan player in USA team USA vs Netherlands Chennai match ICC Anti-corruption code Aaron Jones USA Squad for T20 World Cup America cricket squad announcement Andries Gous USA US Cricket Team Players list USA Cricket Group A fixtures Shehan Jayasuriya stats USA cricket world cup players অ্যারন জোন্স কেন নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রে অভিষেক হওয়া শ্রীলঙ্কার ক্রিকেটার শেহান জয়াসুরিয়া ভারত ও পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ সূচি Who is Shehan Jayasuriya in USA team Why Aaron Jones is not in USA World Cup squad USA vs Pakistan T20 match venue and time Indian origin cricketers in USA team

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ