ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ: না খেলেও বিশ্বকাপে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ৩০ ১৭:৩৭:০৭
টি-টোয়েন্টি বিশ্বকাপ: না খেলেও বিশ্বকাপে বাংলাদেশ

আসন্ন দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের লড়াইয়ে লাল-সবুজের জার্সি দেখা না গেলেও, আম্পায়ারিংয়ের মাধ্যমে বিশ্বমঞ্চে উজ্জ্বল থাকবে বাংলাদেশের নাম। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আসন্ন এই মেগা ইভেন্টের জন্য যে আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে, সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।

আম্পায়ারিংয়ে বাংলাদেশের জয়জয়কার

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ৩০ সদস্যের যে ম্যাচ অফিসিয়াল তালিকা প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের এই দুই আম্পায়ারের নাম নিশ্চিত করা হয়েছে। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হয়ে এরই মধ্যে ইতিহাস গড়েছেন। বোর্ডার-গাভাস্কার ট্রফি ও অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির মতো মর্যাদাপূর্ণ সিরিজে দায়িত্ব পালন করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। তার সাথে প্যানেলে যুক্ত হওয়া গাজী সোহেলও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত আস্থার প্রতিদান দিয়ে আসছেন, যার প্রতিফলন দেখা গেছে সবশেষ এশিয়া কাপেও।

কেন খেলছে না বাংলাদেশ দল?

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে নিরাপত্তা সংক্রান্ত জটিলতায় ভারতের মাটিতে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। একাধিক আলোচনার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থানে অনড় থাকায় আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। ফলে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের শূন্যস্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।

একনজরে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল

আইসিসির ঘোষিত এই তালিকায় মোট ২৪ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি রয়েছেন। অভিজ্ঞতার বিচারে কুমার ধর্মসেনা, রিচার্ড কেটলবোরো এবং পল রাইফেলের মতো নামগুলোর পাশাপাশি বাংলাদেশের সৈকত ও সোহেলও মাঠের লড়াই পরিচালনা করবেন।

নির্বাচিত ম্যাচ রেফারিগণ:

জাভাগাল শ্রীনাথ, রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন, অ্যান্ড্রু পাইক্রফট, ডেভিড গিলবার্ট এবং ডিন কস্কার।

নির্বাচিত আম্পায়ারবৃন্দ:

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, অ্যাদ্রিয়ান হোল্ডস্টক, ওয়েন নাইটস, ডোনোভান কচ, জয়রামন মদনগোপাল, স্যাম নোগাস্কি, কে এন এ পদ্মনভন, আলাউদ্দিন পালিকের, লেসলি রাইফার, ল্যাংটন রুসেরে, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রবীন্দ্র উইমালাসিরি এবং আসিফ ইয়াকুব।

মাঠে টাইগারদের ব্যাটে-বলের লড়াই মিস করলেও, বিচারকের ভূমিকায় সৈকত ও সোহেলের উপস্থিতি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য এক ভিন্ন গর্বের উপলক্ষ হতে যাচ্ছে।

তানভির ইসলাম/

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট খবর খেলাধুলার খবর Cricket News Bangladesh শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত গাজী সোহেল আম্পায়ার বাংলাদেশি আম্পায়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ সৈকত ও সোহেল টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ ১০ম আসর কেন খেলছে না বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জন বাংলাদেশ আইসিসি ৩০ সদস্যের ম্যাচ কর্মকর্তা আইসিসি আম্পায়ার তালিকা গ্রুপ সিতে স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজ আইসিসি সর্বশেষ সংবাদ ভারত ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আম্পায়ার কারা? কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না? আইসিসি ঘোষিত বিশ্বকাপের আম্পায়ার ও রেফারি তালিকা Sharfuddoula Ibne Shahid Saikat Gazi Sohel Umpire Bangladeshi umpires in T20 World Cup Saikat and Sohel ICC panel First Bangladeshi Elite Panel umpire ICC T20 World Cup Match Officials T20 World Cup 10th Edition Why Bangladesh is not playing T20 World Cup Scotland in Group C T20 World Cup India and Sri Lanka joint hosts T20 World Cup ICC Umpire list for T20 World Cup T20 World Cup News ICC Latest Announcements T20 World Cup February 7 ICC Elite Panel Umpires Which Bangladeshi umpires are in the T20 World Cup? Reason behind Bangladeshs withdrawal from T20 World Cup ICC T20 World Cup match officials full list

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ