ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

‘পাকিস্তানের এমন খেলার কারণে মানুষ ফুটবল দেখা শুরু করবে’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ১০ ১৪:০২:০৪
‘পাকিস্তানের এমন খেলার কারণে মানুষ ফুটবল দেখা শুরু করবে’

কিন্তু নিজ দেশের বড় জয়ের পরও খুশি নন পাকিস্তানের সাবেক ওপেনার রমিজ রাজা। তার মতে, এমন নিম্ন প্রতিদ্বন্দ্বিতার যেকোনো সিরিজ টেস্ট ক্রিকেটের জন্য নেতিবাচক বিজ্ঞাপন হিসেবে কাজ করে। এমন একপেশে ম্যাচগুলোকে কৌতুক হিসেবে উল্লেখ করেছেন রমিজ।

পাকিস্তান-জিম্বাবুয়ের চলতি সিরিজের মতো এমন নিরস সিরিজগুলোর কারণে মানুষ এখন ফুটবল ও অন্যান্য খেলায় মন দিচ্ছে বলে ধারণা পাকিস্তানের সাবেক ওপেনারের। দুই দলের শক্তিমত্তায় এমন পার্থক্য থাকা সিরিজ মাঠে গড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওবার্তায় রমিজ বলেছেন, ‘কিছু মানুষ বলে যে, যখন আপনি নিজের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলবেন, তখন ফলাফলের চেয়ে নিজের শেখার দিকেই বেশি মনোযোগ দেয়া উচিত। কারণ আপনি শক্তিশালী দলের খেলার প্রক্রিয়া দেখে দেখেই শিখবেন।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু আমার মনে হয় না, এই সিরিজ থেকে জিম্বাবুয়ে কিছু শেখার চেষ্টা করেছে। কারণ তারা শুরু থেকেই পাকিস্তানের কাছে পাত্তা পায়নি। এছাড়া প্রথম ম্যাচের সঙ্গে দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্সেরও কোনো পার্থক্য ছিল না।’

‘এরকম অসম শক্তিসম্পন্ন দলগুলোর মধ্যে সিরিজ হওয়া উচিত নয়। ইতোমধ্যে অনেক চাপে রয়েছে টেস্ট ক্রিকেট। কারণ এটা অনেক কম মানুষ দেখে। এসব একপেশে ম্যাচ যদি চলতেই থাকে, তাহলে মানুষ ফুটবল বা অন্য খেলা দেখা শুরু করবে। তিন দিনের টেস্ট ম্যাচ একটা কৌতুক মাত্র।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ