ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বাবর আজম দুই, তামিম তিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ১৬ ১১:২৬:১৩
বাবর আজম দুই, তামিম তিন

এছাড়া আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের মত তুলনামূলক ছোট দলগুলোর ক্রিকেটাররা সুযোগ পান না আইপিএলে খেলার। এই তালিকায় অবশ্য বাংলাদেশও রয়েছে! তবে এবার দেখে নেয়া যাক আইপিএল না খেলে টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান করা ৫ জন ব্যাটসম্যানের তালিকা।

১। জেমস ভিন্স

ইংলিশ ক্রিকেটার জেমস ভিন্স টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত রান করেছেন ৬ হাজার ৫৪৪। সংক্্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে ২৩৯ ইনিংস ব্যাট করা ভিন্স কখনও মাঠে নামেননি আইপিএলের কোনো দলের জার্সিতে। এই ইংলিশ ব্যাটসম্যান এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন অপরাজিত ১০৭।

২। বাবর আজম

বর্তমান সময়ের আলোচিত ব্যাটসম্যান বাবর আজম টি-২০ ক্রিকেটে আইপিএল না খেলেও সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন দুই নম্বরে। টই-২০ ক্রিকেটে ১৭১ ইনিংসে মাঠে নামা বাবর আজমের রানসংখ্যা ৬ হাজার ৩০৪। এই ফরম্যাটে তার ইনিংস সর্বোচ্চ রান হল ১২২।

৩। তামিম ইকবাল

আইপিএলের এক আসরে পুনে ওয়ারিয়ার্সের হয়ে খেলার সুযোগ হয়েছিল তামিম ইকবালের। তবে গোটা আসরেই সাইডবেঞ্চে বসে থাকার কারনে মাঠে না হয়নি আইপিএলের কোনো ইনিংসেই। টি-২০ ক্রিকেটে ২১৭ ইনিংস খেলা তামিম ইকবালের রানসংখ্যা ৬১৭৩। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রানের ইনিংস হলো অপরাজিত ১৪১ রানের।

৪। আহমেদ শেহজাদ

পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ কখনও মাঠে নামতে পারেননি আইপিএলে। পাকিস্তানের ক্রিকেটারদের নিষেধাজ্ঞা থাকার কারনে আইপিএল খেলতে না পারা আহমেদ শেহজাদ টি-২০ ফরম্যাটে খেলেছেন ২১৭ ইনিংস। ৫৯৭৯ রান করা শেহজাদের ইনিংস সর্বোচ্চ রান অপরাজিত ১১৩ রানের।

৫। পল স্টার্লিং

আইরিশ সাবেক অধিনায়ক পল স্টার্লিং খেলা চালিয়ে যাচ্ছেন এখনও। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩২ ইনিংস খেলা স্টার্লিং তার নামের পাশে জড়ো করেছেন ৫ হাজার ৮০৬। কখনও আইপিএলে সুযোগ না পাওয়া এই ব্যাটসম্যান টি-২০ ফরম্যাটে এক ইনিংসে করেছেন সর্বোচ্চ ১০৯ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ