ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দল থেকে বাদ পড়লো দুই তারকা পেসার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ১৬ ১৯:২২:৫৩
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দল থেকে বাদ পড়লো দুই তারকা পেসার

এই দুই পেসার হলেন রুবেল হোসেন ও হাসান মাহমুদ। টিম ম্যানেজমেন্ট সূত্র বিডিক্রিকটাইমকে জানিয়েছে, শ্রীলঙ্কা সিরিজে তাদের অংশগ্রহণের সম্ভাবনা নেই। তাই শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দল থেকেও বাদ পড়ছেন তারা।

রুবেল বা হাসান কেউই ছিলেন না শ্রীলঙ্কায় টেস্ট দলের সফরে। টেস্ট সিরিজ চলা অবস্থায়ই দেশে থাকা ক্রিকেটাররা শুরু করেন ওয়ানডে সিরিজের প্রস্তুতি। তবে সেই অনানুষ্ঠানিক অনুশীলনে যোগ দিতে পারেননি রুবেল ও হাসান।

রুবেল সর্বশেষ নিউজিল্যান্ড সফরেই চোট অনুভব করেন। পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার মেরুদণ্ডের ডিস্কে সমস্যা। অনুশীলন করার মত অবস্থায়ও নেই। ঈদের আগে বেশ কয়েক দিন ওয়ানডে স্কোয়াডের সদস্যরা ব্যাট-বল হাতে ঘাম ঝরালেও অনুশীলনে একদিনও যোগ দেওয়া হয়নি রুবেলের।

অন্যদিকে হাসান মাহমুদ আগে থেকেই ভুগছেন পিঠের চোটে। সেই চোটের প্রত্যাশিত উন্নতি হয়নি এখনও। শ্রীলঙ্কা সফরে তাকে খেলানো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। স্কোয়াডে বেশ কয়েকজন পেসার থাকার কথা বিবেচনা করে রুবেলের মত হাসান মাহমুদকেও স্কোয়াডের বাইরে রাখা হচ্ছে। রুবেলের মত তিনিও ওয়ানডে স্কোয়াডের সাথে অনুশীলনে যোগ দিতে পারেননি।

একনজরে শ্রীলঙ্কা সিরিজের সূচি

তারিখ কার্যক্রম ভেন্যু২৩ মে ২০২১ ১ম ওয়ানডে (দিবারাত্রি) শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর২৫ মে ২০২১ ২য় ওয়ানডে (দিবারাত্রি) শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর২৮ মে ২০২১ ৩য় ওয়ানডে (দিবারাত্রি) শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ