ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

চুড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়লেন রুবেল ও হাসান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ১৭ ১২:২৯:০৫
চুড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়লেন রুবেল ও হাসান

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ চলাকালীন পিঠের ইনজুরিতে পড়েছিলেন হাসান। প্রথম ওয়ানডে খেললেও পরের দুই ম্যাচে একাদশে দেখা যায়নি তরুণ এই পেসারকে। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন হাসান।

এ দিকে নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর থেকেই ইনজুরিতে ভুগছেন রুবেল। কোমরের ব্যথা অনুভব করায় হাসানের মতো তিনিও আপাতত বিসিবির মেডিকেল বিভাগের অধীনে পুনর্বাসনে রয়েছেন। রুবেলের ব্যথা না থাকলেও কোন ধরনের শঙ্কা নিয়ে কাউকে দলে রাখতে চান না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (রুবেল ও হাসান) দুজনই বাদ, কোনও ধরনের শঙ্কায় (ফিটনেস নিয়ে) থাকা কাউকে আমরা দলে অন্তর্ভুক্ত করতে চাই না।’

পেসারদের ১০-১৫ বছর ক্রিকেট খেলাটা কখনই সহজ নয়। কারণ প্রতিনিয়ত তাঁদেরকে ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়। রুবেলের এই ইনজুরিটি মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে ওঠবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, রুবেলকে খুব ভালো একটা পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে।

দেবাশীষ বলেন, ‘রুবেল যেহেতু এক যুগের বেশি সময় ধরে এলিট লেভেলে বল করছেন সেহেতু এ ধরণের বোলারদের ব্যাকে কিছু ইস্যু হয়ে থাকে। রুবেলও তার ব্যতিক্রম না। কয়েক দফা স্ক্যান করানো হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যা দীর্ঘ মেয়াদী বোলিংয়ের রিঅ্যাকশন হিসেবেই আমরা সাধারনত পেয়ে থাকি। পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন রুবেলের জন্য। এই সমস্যাটা মাঝে মাঝে মাথাচাড়া দিবে, রুবেলকে একটা খুব ভালো পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। আর সে সেটিই করছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ