ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সবাইকে অবাক করে ২০২১ সালের স্থগিত আইপিএলের চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ১৮ ১২:২৭:৫৬
সবাইকে অবাক করে ২০২১ সালের স্থগিত আইপিএলের চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা

সম্প্রতি এক রেডিট ইউজার পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে আইপিএলের সিমুলেশন (তথ্য এবং পরিসংখ্যানের সাহায্যে ভবিষ্যতে কি হতে পারে তা নির্ণয় করা) তৈরি করেন। তাতেই দেখা যায় ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিরাটের RCB।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আদিশ জৈন নামে ওই আরসিবি সমর্থক রেডিটে একটি পোস্ট করেন। সেখানেই তিনি জানান মাঝপথে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের সিমুলেশন করেছিলেন। আর তাতেই নাকি চ্যাম্পিয়ন হয় আরসিবি।

এই প্রসঙ্গে পোস্টে তাঁর বক্তব্য, “আমি একটি পাইথন প্রোগ্রাম তৈরি করে আইপিএলের পুরো সিজনটি সিমুলেশন করেছিলাম। পুরনো তথ্য, বিশ্লেষন এবং টেকনিক ব্যবহার করে এটি করেছি।

আমি মূলত এটি শেয়ার করেছি কারণ স্কোরকার্ডগুলিতে আকর্ষণীয় কিছু পরিস্থিতি এবং কিছু ভালো বোলিংয়ের পরিসংখ্যানও মিলেছে। তাছাড়া আরসিবি ভক্তরাও এটি পছন্দ করবেন বলে আমি মনে করি।”

এর সঙ্গেই তাঁর সংযোজন, “আমি প্রতিটি খেলোয়াড়ের গত পাঁচ বছরের তথ্য বের করেছি। কোনও ব্যাটসম্যান কী ধরনের পিচে ভাল রান করেছেন? সিঙ্গল, ডাবলস, চার বা ছক্কা কে কতগুলি মেরেছেন। কোন ধরনের বোলার আউট তাঁকে করেছিলেন? কোন বোলিংয়ের বিপক্ষে কোন ব্যাটসম্যান সাফল্য অর্জন করেছেন? কোন ব্যাটসম্যান কখন কখন রান করেছেন।

এই সমস্ত কিছু হিসাব করলে দেখা যাবে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকবে আরসিবি। শেষ চারে তাঁদের সঙ্গে যাবে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস।” আর ফাইনাল? আদিশ জানান, ফাইনালে দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আরসিবি।

প্রসঙ্গত, এবারের আইপিএলে দুরন্ত ফর্মে ছিল বিরাট কোহলির আরসিবি। অনেকেই তাদের শেষ চারে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু করোনার থাবায় মাঝপথেই টুর্নামেন্ট থমকে যায়। তবে আদিশের এই পোস্টটি দেখে অনেক আরসিবি ভক্তই বেশ খুশি হয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ