ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সাকিবকে দলে রেখে শক্তিশালী সিপিএলে স্কোয়াড ঘোষণা করলো জ্যামাইকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৯ ১৩:৪৫:০০
সাকিবকে দলে রেখে শক্তিশালী সিপিএলে স্কোয়াড ঘোষণা করলো জ্যামাইকা

এদিকে জামাইকা তালাওয়াস এবার সাজিয়েছে দুর্দান্ত এক দল। সাকিব আল হাসান ও তার আইপিএলে দল কলকাতা নাইট রাইডার্স সতীর্থ আন্দ্রে রাসেলও আছে এই দলে।এছাড়াও ব্যাটিং লাইন আপে আছে চাডউইক ওয়াল্টন, হায়দার আলী, জেসন মোহাম্মদ, রভমান পাওয়েল!বোলিং সাইড সামলাবেন ফিদেল অ্যাডওয়ার্ডস, মিগাইল প্রিটোরিয়াস রায়ান পারসদ।

তবে তাদের মূল শক্তির জায়গা বোলিং বা ব্যাটিং নয়, তাদের মূল শক্তি অল রাউন্ডার পজিশনে। যেখানে আছে বিশ্বের সেরা সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল ও ২০১৬ টিটুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ৪ বলে ৪ ছয়ে ওয়েস্ট ইন্ডিজ কে বিশ্বকাপ জিতানো কার্লোস ব্রাথওয়েট।

বল ও ব্যাট হাতে দারুন সাকিব আল হাসানের সিপিএলের পরিসংখ্যান :-

এখন পর্যন্ত ২১ ম্যাচে অংশ নিয়েছেন তিনি। যেখানে ব্যাট হাতে ১৬ ইনিংসে রান সংগ্রহ করেছে ১৮২ ও সর্বোচ্চ অপরাজিত ৫৪। এছাড়াও বল হাতে ১৯ ম্যাচে বোলিং করেছে ৫৯ ওভার যেখানে উইকেট তুলে নিয়েছে ২৩ টি। এভারেজ চোখে পরার মত, মাত্র ১৬।

এক নজরে জ্যামাইকা তালাওয়াসের স্কোয়াড :

আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, ইবরাহিম জাদরান, হায়দার আলী, জেসন মোহাম্মদ, কার্লোস ব্রাথওয়েট, রভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়ালটন, কেনার লুইস, বীরাসামি পারমল, আভিয়াজি মানসিং, কাইস আহমেদ, ফিদেল এডওয়ার্ডস, মিগাইল প্রিটোরিয়াস, জশুয়া জেমস, কার্ক ম্যাকেঞ্জি ও রায়ান পারসদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ