ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাকে দোষলেন অধিনায়ক তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৯ ১৩:৫৬:০৬
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাকে দোষলেন অধিনায়ক তামিম

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে টাইগাররা সিরিজ জিতে নিয়েছিল আগেই। সিরিজের শেষ ম্যাচ জিতে তাদের হোয়াইটওয়াশ করার সুযোগটাও ছিল সামনে। তবে তা আর হলো না, বরং তামিম ইকবালের দল হেরেছে ৯৭ রানের বড় ব্যবধানে।

ম্যাচ শেষে এর কারণ ব্যাখ্যা করেছেন তামিম ইকবাল। টাইগার অধিনায়কের মতে দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই মূলত দল হেরেছে। বোলিংয়ে শুরু থেকেই বাজে অবস্থার কারণে রান কিছুটা বেশি গিয়েছে বলে মনে করেন তিনি।

তামিম বলেন, ‘’গত ম্যাচের সময়ই আমরা সিরিজ জিতে নিয়েছি। কিন্তু তখনই আমি বলেছিলাম আমরা আমদের সেরাটা দিতে পারিনি। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি এই ম্যাচেও। আমরা সিরিজ জিতে নিয়েছি এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার অবশ্যই। আমাদের যে দুর্বলতাগুলো দেখা দিয়েছে সেগুলোকে আরও গুরুত্ব দিতে হবে এখন।‘’

প্রথম দুই ম্যাচ জিতে ব্যাকফুটে চলে যাওয়া শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের শরীরি ভাষা ছিল অন্য দুই ম্যাচের চেয়ে ভিন্ন। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে তাদের মধ্যে।

যা নজর এড়ায়নি টাইগার অধিনায়ক তামিম ইকবালের। তামিমের ভাষ্য, ‘’আজকে তাদের মধ্যে একটা আক্রমনাত্মত ভাব স্পষ্ট ছিল। তারা প্রচুর শর্ট বল করেছে আজকে, যা তাদের সহায়তা করেছে ম্যাচ জিততে।‘’

নিজ দলের সুযোগ হাতছাড়া করার কথা জানিয়ে তামিম আরও বলেন,

‘’আমাদের ক্যাচ মিস হয়েছে। আমরা সেগুলো নিতে পারলে হয়তো অন্তত ৩০ রান কম থাকতো তাদের। দলের সিনিয়র ক্রিকেটারদের উপর সব সময় ভরসা করা ঠিক না। আমি সবসময় তরুণদের পাশে আছি। কারণ আমি এটা মনে করি না যে, তারা চেষ্টা করে না। তারা পারফর্ম করা শুরু করলে সেটা দলের জন্যই ভালো।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ