ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ঢাকা লিগে খুব ভালো খেললেও কোনো লাভ নেই: মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ৩১ ১০:৪৪:৪৫
ঢাকা লিগে খুব ভালো খেললেও কোনো লাভ নেই: মাশরাফি

মাশরাফি বলেন, করোনাকালীন জৈব সুরক্ষা বলয়ে ২০-২২ দিন হোটেলে থাকার মতো মানসিক অবস্থা এখন আমার নেই। তাছাড়া লিগে ভালো করলে জাতীয় দলে সুযোগ থাকবে বা বিবেচনায় আসতে পারি, এমন হলেও চ্যালেঞ্জটা নেওয়া যেত। তাহলে পারফর্ম করার চেষ্টা করতাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৫ উইকেট নেওয়ার পরও জাতীয় দলে জায়গা পাইনি। প্রিমিয়ার লিগে খুব ভালো করলেও ওইভাবে কিছু হবে না, লাভ নেই।

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদসহ জাতীয় দলের সব তারকা ক্রিকেটারের অংশগ্রহণে সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ।

দীর্ঘদিন পর জাতীয় দলের তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ঢাকা লিগে নেই মাশরাফি বিন মুর্তজা। প্রস্তুতি ঘাটতির কারণে টুর্নামেন্টের শেষের দিকে খেলার কথা রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই তারকা পেসারের।

তিনি বলেন, আগে নিয়মিত খেলার মধ্যে থাকতাম। তখন বিরতিতে থাকলেও লিগ শুরুর অনেক আগে জানতে পারতাম, তখন প্রস্তুতি নিতাম। এখন তো সেই পরিস্থিতি নেই। বলা যায় অনেকটা হঠাৎ করেই জানতে পেরেছি, খেলা শুরু হচ্ছে। যা সময় পেয়েছি, প্রস্তুতির জন্য পর্যাপ্ত ছিল না। ব্যস্ততাও ছিল। প্রস্তুতি ছাড়া খেলার সিদ্ধান্ত নেওয়া কঠিন।

ক্রিকেট থেকে অবসরের আগে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য বনে যাওয়া মাশরাফি বলেন, আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলে যাওয়ার চিন্তা-ভাবনা আমার আছে। প্রিমিয়ার লিগের শেষের দিকে খেলার ইচ্ছা আছে। পরবর্তী বিপিএলেও খেলতে চাই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ