ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

জিম্বাবুয়েকে বিশাল রানের টাগের্ট দিল বাংলাদেশ, দেখেনিন স্কোর কার্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ জুলাই ১৪ ১৭:৪৩:০৮
জিম্বাবুয়েকে বিশাল রানের টাগের্ট দিল বাংলাদেশ, দেখেনিন স্কোর কার্ড

ব্যাট হাতে এদিন ইনিংসের উদ্বোধন করতে নামেন অধিনায়ক তামিম ইকবাল ও নাঈম শেখ। তামিমের মারকুটে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই দল জড়ো করে ৮৭ রান। যদিও ৫২ বলে ৫০ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন নাঈম।

দলীয় ১১০ রানে বিদায় ঘটে তামিমেরও। তার আগে ১১টি চার ও ১টি ছক্কায় ৬২ বলে ৬৬ রান করে দলকে এনে দেন বড় সংগ্রহের ভিত। সফল হতে পারেননি লিটন দাস। ৬ বলে ২ রান করে তিনি সাজঘরে ফিরলেও রানের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। ১টি বাউন্ডারি (ছক্কা) হাঁকানো সাকিব ৩৭ রান করতে অবশ্য মোকাবেলা করেছেন ৬০ বল।

ব্যাট হাতে ছন্দে ছিলেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৫টি চার ও ১টি ছক্কায় মিঠুন ৪২ বলে ৩৯ রান করেন। মোসাদ্দেক রান তুলেছেন একশরও বেশি স্ট্রাইক রেটে। ৩০ বলে তিনি ৩৬ রান করেন ৩টি চার ও ২টি ছক্কায়। বাকিদের সুযোগ করে দিতে দুইজনই স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছাড়েন।

শেষদিকে আফিফ হোসেন ধ্রুব ২৩ বলে ২৮, নুরুল হাসান সোহানের ১২ বলে ১৮ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১০ বলে ১২ রানের ইনিংসে তিনশর কাছাকাছি পৌঁছায় বাংলাদেশের ইনিংস। জিম্বাবুয়ে একাদশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তানাকা চিভাঙ্গা, ওয়েসলে মাধেভেরে ও ফারাজ আকরাম।

একনজরে প্রস্তুতি ম্যাচের দুই দল

জিম্বাবুয়ে : ফারাজ আকরাম, রায়ান বার্ল, সিকান্দার রাজা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, তানাকা চিভাঙ্গা, তিনাশে কামুনহুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, টিমিসেন মারুমা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, ভিক্টর নিয়াউচি, ডিওন মেয়ার্স।

বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

স্কোরকার্ড

টস : বাংলাদেশ

বাংলাদেশ : ২৯৬/৬ (৫০ ওভার)তামিম ৬৬, মিঠুন ৩৯, সাকিব ৩৭, মোসাদ্দেক ৩৬, আফিফ ২৮, সোহান ১৮, সাইফউদ্দিন ১২*মাধেভেরে ১২/২, চিভাঙ্গা ৪৪/২, আকরাম ৭৩/২

জয়ের জন্য জিম্বাবুয়ে একাদশের প্রয়োজন ২৯৭ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ