ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: রোনালদোর উপর অসন্তুষ্ট সতীর্থরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৭ ১৯:১২:০০
ব্রেকিং নিউজ: রোনালদোর উপর অসন্তুষ্ট সতীর্থরা

মাঠের সাফল্য এখনো অনেক দূরের পথ, তবে পর্তুগীজ মহাতারকাকে দলে ভিড়িয়ে বড় ধরনের আর্থিক লাভ অর্জন করেছে, এমন খবর জানিয়ে এসেছে স্থানীয় সংবাদ মাধ্যম। এরপর জানা গেছে দলের অনুশীলনেও এসেছে দারুণ মরিয়া ভাব।

তবে সবশেষটা যা হয়েছে, তা দলের শান্ত পরিবেশে রীতিমতো অশান্তিই সৃষ্টি করে বসেছে। দ্য সানের ভাষ্য, রোনালদো খাবারের ব্যক্তিগত মেন্যুটাই গছিয়ে দিয়েছেন দলের রাঁধুনির কাছে, তাতে দলের প্রাত্যাহিক খাবারে এসেছে বড় পরিবর্তন।

ইংলিশ সেই পত্রিকাকে ম্যানচেস্টার ইউনাইটেডের এক সদস্য নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, ‘তিনি সেটা পছন্দ করেন, সেটা তার ডায়েটের সঙ্গে মানানসই, তার কাজেও দেয়। কিন্তু অন্যরা সেটা পছন্দ করছে না।’

নতুন করে ইউনাইটেডের প্রাত্যাহিক খাদ্যাভ্যাসে ঢুকে পড়া সেই খাবারের মধ্যে একটি হচ্ছে ‘বাচালাউ’। এটি একটি পর্তুগিজ খাবার যা শুকনো ও নোনতা কডের সঙ্গে ডিম সহযোগে রান্না করা হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ