ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ইনজুরির কারণে দিল্লীর বিপক্ষে খেলবেন না রাসেল, একাদশে কপাল খুলছে যার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৭ ২০:৪১:১৩
ইনজুরির কারণে দিল্লীর বিপক্ষে খেলবেন না রাসেল, একাদশে কপাল খুলছে যার

সেই চোট কতটা গুরুতর তা জানানো না হলেও আপাতদৃষ্টিতে গুরুতর বলেই মনে হয়েছে। কলকাতার পরামর্শ ডেভিড হাসি জানিয়েছেন, রাসেলের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, ‘রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। রাসেল বলছিল, ওর হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। যন্ত্রণাও অনুভব করেছে।’

একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন রাসেল, তার চোট তাই কলকাতার জন্য দুঃসংবাদ। ফাইল ছবিসব মিলিয়ে কলকাতার পরের ম্যাচে রাসেলের অংশগ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হবে ইয়ন মরগানের দল। এই ম্যাচে রাসেল একাদশে সুযোগ না পেলে কপাল খুলতে পারে বেন কাটিং কিংবা সাকিব আল হাসানের।

দ্বিতীয় পর্বে এখনও কোনো ম্যাচ খেলা হয়নি সাকিবের। একাদশে চার বিদেশি কোটায় খেলছেন অধিনায়ক মরগান ও রাসেল, সাথে আছেন সুনীল নারাইন ও লকি ফার্গুসন। সাকিব সুযোগ পাচ্ছেন না মূলত টিম কম্বিনেশনের কারণে। দলে থাকা দুই অলরাউন্ডারই যে বিদেশি!

রাসেল না থাকলে তাই একাদশে সাকিব সুযোগ পেতে পারেন, তবে সমানভাবে সুযোগ থাকছে কাটিংয়েরও। গত ম্যাচের পরাজয়ের পর কলকাতার একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর ভাবনাও অবান্তর নয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ