ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সমর্থকরা এখন স্মার্ট হয়ে গেছে, ডিস্টার্ব করে না : সাব্বির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৪ ১৯:২১:০৭
সমর্থকরা এখন স্মার্ট হয়ে গেছে, ডিস্টার্ব করে না : সাব্বির

জাতীয় দলের এই ক্রিকেটার সম্প্রতি স্ত্রীকে নিয়ে সাজেকে ঘুরতে গিয়েছিলেন। সেখানে সমর্থকদের কারণে কখনও বিরক্ত হতে হয়নি তাকে। এতে একটু অবাকই হলেন সাব্বির। তার মতে, আগের চেয়ে অনেক পরিণত হয়েছেন সমর্থকরা।

সাব্বির বলেন, ‘খ্যাতির বিড়ম্বনা এখন আর হয় না। মানুষ এখন স্মার্ট হয়ে গেছে, স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ডিস্টার্ব করে না। ছবি তুলতে চাইলে ছবি তুলতে হবে। ভক্তদের জন্যই আমরা আছি।’

জাতীয় দলে জায়গা হারানোর পর সাব্বিরকে ভাড়ায় খেলতে দেখা গেছে দেশের নানা প্রান্তে, যাকে অনেকেই আখ্যায়িত করে থাকেন ‘খ্যাপ খেলা’ বলে। সাব্বির অবশ্য দাবি করলেন, ভাড়ায় খেলতে গিয়ে অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। আর খেলার মধ্যে ছিলেন বলে এ নিয়ে নেই কোনো আক্ষেপ।

যদিও সাব্বিরের মত তারকার ভাড়ায় খেলতে যাওয়া নিয়ে অনেকেই করেছিলেন সমালোচনা। তিনি বলেন, ‘মানুষের চিন্তাভাবনা আমি কখনই বদলাতে পারব না। সবাই যার যার ভাবনা প্রকাশ করতেই পারে। এটা নিয়ে আমার চিন্তা করার প্রয়োজন নেই। একজন খেলোয়াড়ের মূল উদ্দেশ্য ভালো খেলা, যেখানেই খেলুক। আমি খ্যাপ খেলি বা বাইরে খেলি, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা।’

ভাড়ায় খেলতে গিয়ে সাব্বির মানুষের ভালোবাসা দেখেছেন কাছ থেকে, যা অভিভূত করেছে তাকে। জানালেন, ‘আমি খেলার মধ্যেই ছিলাম। জাতীয় দলে থাকাকালে অনেকে ডাকলে যেতে পারি না। এই দুই-এক বছরে যে কয়টা ম্যাচ খেলেছি সিলেট, বগুড়া, নড়াইলে- সবাই এত সম্মান করেছে আমাকে। জাতীয় দলে খেলার সময় ঐ সুযোগ হয়নি। খেলোয়াড় হিসেবে খেলা আমার কাজ, তাই খেলতে গিয়েছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ